স্ট্রিম ডেস্ক

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর দেশটির পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ কমিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, চীনের পণ্যে শুল্ক হার ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় সকালে বুসানের গিমহায় বিমান ঘাঁটিতে দুই প্রেসিডেন্ট বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের শুল্ক হার কমানোর এই তথ্য জানান ট্রাম্প।
শি’র সঙ্গে ‘দারুণ’ বৈঠক হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, বৈঠকে অনেক সিদ্ধান্ত হয়েছে। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে উপসংহারে পৌঁছেছি এবং কিছু পরে এগুলো আমরা আপনাদের (সাংবাদিক) কাছে দেব।
তিনি আরও যোগ করেন, বুধবার ক্রয় পুনরায় শুরুর অনুমোদনের পর চীন অতিদ্রুতই যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন ক্রয় শুরু করবে।
ট্রাম্প বলেন, আর ফেন্টানিলের (হেরোইনের চেয়ে ৫০ গুন শক্তিশালী মাদক) ব্যাপারে আমরা একমত হয়েছি, তিনি (শি) এর সরবরাহ বন্ধের ব্যাপারে কঠোরভাবে চেষ্টা করবেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র চীনের ফেন্টানিলের ওপর শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছেন।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার চিপ চীনের কাছে বিক্রির বিষয়ে আলোচনা করেছেন। তবে এই আলোচনায় কোনো অগ্রগতি হয়েছে বলে মনে করেন না তিনি।
তিনি বলেন, প্রশ্নবিদ্ধ চিপগুলি ব্ল্যাকওয়েল এআই চিপ নয়, এগুলো এনভিডিয়ার সবচেয়ে উন্নত চিপ।
চীনের বিরল খনিজ রপ্তানি সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি আগামী এপ্রিল মাসে চীন সফর করবেন; চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তার পর যুক্তরাষ্ট্র সফর করবেন।
এদিকে, বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বললেও চীনের প্রেসিডেন্ট কোনো কথা বলেননি।
এর আগে, সকালে প্রথমে প্রেসিডেন্ট ট্রাম্প বুসানের গিমহায় আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে বিমানবন্দর লাগোয়া গিমহায় অবস্থিত বিমান ঘাঁটিস্থ বৈঠক স্থলে প্রবেশ করেন। এরপর বিমানবন্দরে পৌছাঁন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সেখান থেকে তিনিও বৈঠকস্থলে পৌঁছান। পরে সেখানেই তাদের মধ্যে বৈঠকটি হয়।
উল্লেখ্য, প্রথমে বৈঠকটি তিন থেকে চার ঘণ্টা দীর্ঘ হবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু বৈঠকটি মাত্র এক ঘণ্টা ৪০ মিনিট স্থায়ী হয়। এতে অনেক পর্যবেক্ষক বিস্মিত হয়েছেন।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর দেশটির পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ কমিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, চীনের পণ্যে শুল্ক হার ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় সকালে বুসানের গিমহায় বিমান ঘাঁটিতে দুই প্রেসিডেন্ট বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের শুল্ক হার কমানোর এই তথ্য জানান ট্রাম্প।
শি’র সঙ্গে ‘দারুণ’ বৈঠক হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, বৈঠকে অনেক সিদ্ধান্ত হয়েছে। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে উপসংহারে পৌঁছেছি এবং কিছু পরে এগুলো আমরা আপনাদের (সাংবাদিক) কাছে দেব।
তিনি আরও যোগ করেন, বুধবার ক্রয় পুনরায় শুরুর অনুমোদনের পর চীন অতিদ্রুতই যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন ক্রয় শুরু করবে।
ট্রাম্প বলেন, আর ফেন্টানিলের (হেরোইনের চেয়ে ৫০ গুন শক্তিশালী মাদক) ব্যাপারে আমরা একমত হয়েছি, তিনি (শি) এর সরবরাহ বন্ধের ব্যাপারে কঠোরভাবে চেষ্টা করবেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র চীনের ফেন্টানিলের ওপর শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছেন।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার চিপ চীনের কাছে বিক্রির বিষয়ে আলোচনা করেছেন। তবে এই আলোচনায় কোনো অগ্রগতি হয়েছে বলে মনে করেন না তিনি।
তিনি বলেন, প্রশ্নবিদ্ধ চিপগুলি ব্ল্যাকওয়েল এআই চিপ নয়, এগুলো এনভিডিয়ার সবচেয়ে উন্নত চিপ।
চীনের বিরল খনিজ রপ্তানি সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি আগামী এপ্রিল মাসে চীন সফর করবেন; চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তার পর যুক্তরাষ্ট্র সফর করবেন।
এদিকে, বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বললেও চীনের প্রেসিডেন্ট কোনো কথা বলেননি।
এর আগে, সকালে প্রথমে প্রেসিডেন্ট ট্রাম্প বুসানের গিমহায় আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে বিমানবন্দর লাগোয়া গিমহায় অবস্থিত বিমান ঘাঁটিস্থ বৈঠক স্থলে প্রবেশ করেন। এরপর বিমানবন্দরে পৌছাঁন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সেখান থেকে তিনিও বৈঠকস্থলে পৌঁছান। পরে সেখানেই তাদের মধ্যে বৈঠকটি হয়।
উল্লেখ্য, প্রথমে বৈঠকটি তিন থেকে চার ঘণ্টা দীর্ঘ হবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু বৈঠকটি মাত্র এক ঘণ্টা ৪০ মিনিট স্থায়ী হয়। এতে অনেক পর্যবেক্ষক বিস্মিত হয়েছেন।

এক দশক পর মিয়ানমারের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের পাকিস্তান সফর। আর এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশ দুটি।
৬ ঘণ্টা আগে
মেক্সিকোর একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে অন্তত ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৫ জানুয়ারি) মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের সালামাঙ্কা শহরে একটি ফুটবল ম্যাচ শেষে এই নৃশংস হামলার হয়।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারপাত, শিলাবৃষ্টি ও জমাট বৃষ্টি (ফ্রিজিং রেইন) জনজীবনকে কার্যত অচল করে দিয়েছে। দেশটির বিস্তীর্ণ অঞ্চলে রেকর্ড শীত, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, সড়ক ও আকাশপথে যোগাযোগ বিপর্যয়ের পাশাপাশি একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে।
১৫ ঘণ্টা আগে
একাত্তরের মুক্তিযুদ্ধে বাঙালির অকৃত্রিম বন্ধু ও বিবিসির দক্ষিণ এশিয়ার সাবেক ব্যুরোপ্রধান সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই। রোববার (২৫ জানুয়ারি) সকালে নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে বিবিসি হিন্দি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
১ দিন আগে