leadT1ad

বুরুন্ডিতে ৫৩ কঙ্গোলিজ শরণার্থীর মৃত্যু

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ২২: ৪৩
পূর্ব কঙ্গোর দক্ষিণ কিভু প্রদেশের বিজোম্বো শরণার্থী শিবিরে পাহারায় কঙ্গোলিজ সেনাবাহিনীর এক সদস্য। ছবি: সংগৃহীত

পূর্ব কঙ্গোতে সংঘাতের জেরে প্রতিবেশী বুরুন্ডিতে আশ্রয় নেওয়া ৫৩ জন কঙ্গোলিজ শরণার্থীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) শুক্রবার (৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানায়, মৃতদের মধ্যে ২৫ জন কলেরার প্রাদুর্ভাবে মারা গেছেন। এছাড়া রক্তশূন্যতা ও অপুষ্টিজনিত জটিলতায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। বাকিদের মৃত্যুর কারণ অনুসন্ধানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে জাতিসংঘ।

ডিসেম্বরের শুরুতে পূর্ব কঙ্গোর সীমান্ত শহর উভিরা বিদ্রোহীরা দখল করে নেয়। এরপর থেকে ওই অঞ্চলে সংঘাত তীব্র আকার ধারণ করে। প্রাণ বাঁচাতে গত এক মাসে এক লাখেরও বেশি কঙ্গোলিজ নাগরিক বুরুন্ডিতে আশ্রয় নিয়েছেন।

সাউথ কিভু প্রদেশের গভর্নর জঁ জ্যাক পুরিসি বুরুন্ডির পরিস্থিতিকে ‘চরম দুর্ভোগ’ উল্লেখ করে বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ও গণমাধ্যম এই সংকটকে পুরোপুরি ভুলে গেছে।’

এদিকে কঙ্গোর সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, তারা বুরুন্ডিতে থাকা বাস্তুচ্যুতদের সহায়তায় মানবিক মিশন পরিচালনা করছে। সরকারের পক্ষ থেকে খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে। তবে বুরুন্ডির শরণার্থী সুরক্ষা দপ্তরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জাতিসংঘের তথ্যমতে, পূর্ব কঙ্গোতে এম-২৩সহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতায় দীর্ঘ সময় ধরে অস্থিরতা চলছে। তবে সাম্প্রতিক সময়ে বিদ্রোহীদের শহর দখলের ঘটনায় মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত