leadT1ad

মেক্সিকোয় ফুটবল মাঠে বন্দুকধারীদের গুলিতে নিহত ১১

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১৬: ৪৭
ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করেছে মেক্সিকো ন্যাশনাল গার্ড। ছবি: সংগৃহীত

মেক্সিকোর একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে অন্তত ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৫ জানুয়ারি) মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের সালামাঙ্কা শহরে একটি ফুটবল ম্যাচ শেষে এই নৃশংস হামলার হয়।

বার্তাসংস্থা এপির প্রতিবেদন মতে, বন্দুকধারীরা হঠাৎ মাঠে এসে উপস্থিতদের ওপর এলোপাতাড়ি গুলি করে। সালামাঙ্কার মেয়র সিজার প্রিয়েটো এক বিবৃতিতে জানিয়েছেন, ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে।

মেয়র জানান, আহত ১২ জনের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছে। তিনি সহিংসতা নিয়ন্ত্রণে দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউমের কাছে জরুরি সাহায্য চেয়েছেন।

গুয়ানাহুয়াতো রাজ্যের প্রসিকিউটর অফিস জানিয়েছে, তারা ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ঘটনাটির তদন্ত করছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর মেক্সিকোতে সর্বোচ্চ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এই গুয়ানাহুয়াতো রাজ্যে। সেখানে স্থানীয় ‘সান্তা রোসা দে লিমা’ নামের একটি অপরাধী চক্র ‘জালিসকো নিউ জেনারেশন কার্টেল’-এর সঙ্গে আধিপত্য বিস্তারের লড়াইয়ে লিপ্ত রয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত