স্ট্রিম ডেস্ক

পাকিস্তানের ইসলামাবাদে এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সহ কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামাবাদের জি-১১ এলাকার জেলা ও দায়রা জজ আদালত ভবনের বাইরে এই আত্মঘাতী হামলা হয়।
তারা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আত্মঘাতী হামলাকারী আদালতে যেতে চেয়েছিল কিন্তু সুযোগ না পেয়ে সে পুলিশের গাড়িতে হামলা চালায়। দুপুর ১২টা ৩৯ মিনিটে আত্মঘাতী হামলাটি ঘটে। আইন প্রয়োগকারী সংস্থার এখন প্রথম অগ্রাধিকার হল আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত করা।
অন্যদিকে পিআইএমএস হাসপাতালের জরুরি বিভাগে উপস্থিত ডা. আদনান বিবিসি সংবাদদাতা শেহজাদ মালিককে বলেন, বিস্ফোরণের পর ১২ জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে, যাদের এখন জরুরি ওয়ার্ড থেকে মর্গে স্থানান্তর করা হচ্ছে।
আইনজীবীদের প্রতিনিধিদের মতে, নিহতদের মধ্যে কিছু আইনজীবীও রয়েছেন যারা বিস্ফোরণের সময় আদালতের বাইরে ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহসিন নকভি বলেন, ‘আজকের ইসলামাবাদ হামলার সঙ্গে অনেক যোগসূত্র রয়েছে এবং শীঘ্রই এই বিষয়ে প্রমাণ প্রকাশ করা হবে। যেই জড়িত থাকুক না কেন, সে অন্য দেশের হলেও, কাউকেই রেহাই দেওয়া হবে না।’
তিনি বলেন, দুই সপ্তাহ পর কোনও যানবাহন ই-ট্যাগ ছাড়া ইসলামাবাদে প্রবেশ করতে পারবে না।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়—একটি পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুন ও ধোঁয়া আকাশে উঠছে, যা আদালত প্রাঙ্গণের নিরাপত্তা বেড়ার পেছনে অবস্থিত ছিল।
রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এক্স-এ দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ঘটনাটিকে একটি ‘সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমরা এক ধরনের যুদ্ধাবস্থায় আছি। যারা মনে করেন পাকিস্তান সেনাবাহিনী শুধু আফগান-পাকিস্তান সীমান্ত এলাকা বা বেলুচিস্তানের দূরবর্তী অঞ্চলে এই যুদ্ধ লড়ছে, আজ ইসলামাবাদ জেলা আদালতে আত্মঘাতী হামলাটি তাদের জন্য এক জাগরণ বার্তা।’
তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে কাবুলের শাসকদের সঙ্গে সফল আলোচনার আশায় থাকা বাস্তবসম্মত নয়।’
সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লানজারও ইসলামাবাদের এই হামলার নিন্দা জানিয়েছেন এবং মূল্যবান প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘আত্মঘাতী হামলাকারী ও সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। তারা মানবতার শত্রু।’ তিনি আরও জানান, সিন্ধু পুলিশকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
তিনি নির্দেশ দেন, প্রদেশের প্রবেশ ও প্রস্থান পয়েন্ট, গুরুত্বপূর্ণ মহাসড়ক ও সংযোগ সড়কে তল্লাশি ও নজরদারি জোরদার করতে হবে। অপরাধপ্রবণ এলাকা ও শহরতলিতে গোয়েন্দা তৎপরতা আরও কার্যকর ও সমন্বিত করার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

পাকিস্তানের ইসলামাবাদে এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সহ কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামাবাদের জি-১১ এলাকার জেলা ও দায়রা জজ আদালত ভবনের বাইরে এই আত্মঘাতী হামলা হয়।
তারা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আত্মঘাতী হামলাকারী আদালতে যেতে চেয়েছিল কিন্তু সুযোগ না পেয়ে সে পুলিশের গাড়িতে হামলা চালায়। দুপুর ১২টা ৩৯ মিনিটে আত্মঘাতী হামলাটি ঘটে। আইন প্রয়োগকারী সংস্থার এখন প্রথম অগ্রাধিকার হল আত্মঘাতী হামলাকারীকে শনাক্ত করা।
অন্যদিকে পিআইএমএস হাসপাতালের জরুরি বিভাগে উপস্থিত ডা. আদনান বিবিসি সংবাদদাতা শেহজাদ মালিককে বলেন, বিস্ফোরণের পর ১২ জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে, যাদের এখন জরুরি ওয়ার্ড থেকে মর্গে স্থানান্তর করা হচ্ছে।
আইনজীবীদের প্রতিনিধিদের মতে, নিহতদের মধ্যে কিছু আইনজীবীও রয়েছেন যারা বিস্ফোরণের সময় আদালতের বাইরে ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহসিন নকভি বলেন, ‘আজকের ইসলামাবাদ হামলার সঙ্গে অনেক যোগসূত্র রয়েছে এবং শীঘ্রই এই বিষয়ে প্রমাণ প্রকাশ করা হবে। যেই জড়িত থাকুক না কেন, সে অন্য দেশের হলেও, কাউকেই রেহাই দেওয়া হবে না।’
তিনি বলেন, দুই সপ্তাহ পর কোনও যানবাহন ই-ট্যাগ ছাড়া ইসলামাবাদে প্রবেশ করতে পারবে না।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়—একটি পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুন ও ধোঁয়া আকাশে উঠছে, যা আদালত প্রাঙ্গণের নিরাপত্তা বেড়ার পেছনে অবস্থিত ছিল।
রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এক্স-এ দেওয়া এক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ঘটনাটিকে একটি ‘সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমরা এক ধরনের যুদ্ধাবস্থায় আছি। যারা মনে করেন পাকিস্তান সেনাবাহিনী শুধু আফগান-পাকিস্তান সীমান্ত এলাকা বা বেলুচিস্তানের দূরবর্তী অঞ্চলে এই যুদ্ধ লড়ছে, আজ ইসলামাবাদ জেলা আদালতে আত্মঘাতী হামলাটি তাদের জন্য এক জাগরণ বার্তা।’
তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে কাবুলের শাসকদের সঙ্গে সফল আলোচনার আশায় থাকা বাস্তবসম্মত নয়।’
সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লানজারও ইসলামাবাদের এই হামলার নিন্দা জানিয়েছেন এবং মূল্যবান প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘আত্মঘাতী হামলাকারী ও সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। তারা মানবতার শত্রু।’ তিনি আরও জানান, সিন্ধু পুলিশকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
তিনি নির্দেশ দেন, প্রদেশের প্রবেশ ও প্রস্থান পয়েন্ট, গুরুত্বপূর্ণ মহাসড়ক ও সংযোগ সড়কে তল্লাশি ও নজরদারি জোরদার করতে হবে। অপরাধপ্রবণ এলাকা ও শহরতলিতে গোয়েন্দা তৎপরতা আরও কার্যকর ও সমন্বিত করার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
পর্যটকদের কাছে হিমালয় এবং কাঠমাণ্ডু আকর্ষণীয় স্থানের শীর্ষে। কিন্তু বন্যপ্রাণীতে ভরপুর, জাতীয় পার্ক এবং দৃষ্টিনন্দন অতিথিশালাসমৃদ্ধ নেপালের তেরাই নিম্নাঞ্চল সম্পর্কে পর্যটকরা খুব একটা জানে না।
৫ ঘণ্টা আগে
গত জানুয়ারিতে চীন জানায় যে তাদের পণ্য ও সেবাখাতে বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে—যা বিশ্বে কোনো দেশের জন্য প্রথম অভিজ্ঞতা। কিন্তু ২০২৫ সালের প্রথম ১১ মাসে চীন সেই সীমাও অতিক্রম করেছে। সোমবার প্রকাশিত কাস্টমস তথ্য অনুযায়ী, নভেম্বর পর্যন্ত চীনের মোট বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ৮
৬ ঘণ্টা আগে
সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের পতনের এক বছর পূর্ণ হলো আজ। গত বছর এই দিনে বাশার আল-আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধেরও সমাপ্তি ঘটে। আহমদ আল-শারা (সাবেক আবু মোহাম্মদ আল-জোলানি) নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনা করছে।
৯ ঘণ্টা আগে