স্ট্রিম ডেস্ক

পাকিস্তান সেনাবাহিনী ভারতের আক্রমণের বিরুদ্ধে পাল্টা অভিযানের ঘোষণা দিয়েছে। এই অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন বুনইয়ান–উন–মারসুস’। উর্দু অভিধান ‘রেখতা’র মতে, আরবি এই শব্দটির অর্থ হলো ‘সুদৃঢ় ভিত্তি’। কোরআনের ৬১ নম্বর সুরা আস-সফ-এর ৪ নম্বর আয়াত এটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে ভারতের কাশ্মীরে একাধিক বিস্ফোরণের খবর প্রকাশিত হয়েছে। আজ ভোর ৫টা ৪৫ মিনিটে পরপর দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে শ্রীনগর এলাকায়। এর প্রায় ২০ মিনিট পর আরও তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরটিতে ব্ল্যাকআউট চলছে। তবে এসব বিস্ফোরণের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
বিবিসির মতে, এই অভিযান শুরু হওয়ার আগে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছিল যে, ভারত শুক্রবার রাত থেকে শনিবারের মধ্যে বিমান হামলার সময় রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি, শোরকোট বিমানঘাঁটি এবং মুরীদ বিমানঘাঁটিকে আকাশ-থেকে-স্থল ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছিল। তবে বিমান বাহিনীর সব সম্পদ নিরাপদ আছে বলে জানানো হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে জাতীয় কমান্ড কর্তৃপক্ষের জরুরি বৈঠক আহ্বান করেছেন। এই কর্তৃপক্ষের মূল উদ্দেশ্য হলো পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের হেফাজত এবং সেগুলোর ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া।
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পাকিস্তানে শনিবার দুপুর ১২টা পর্যন্ত সকল ধরনের ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।
গেল ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে হামলার জেরে পাল্টাপাল্টি আক্রমণ চালাচ্ছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ। হামলায় ব্যবহৃত হচ্ছে শক্তিশালী যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র।

পাকিস্তান সেনাবাহিনী ভারতের আক্রমণের বিরুদ্ধে পাল্টা অভিযানের ঘোষণা দিয়েছে। এই অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন বুনইয়ান–উন–মারসুস’। উর্দু অভিধান ‘রেখতা’র মতে, আরবি এই শব্দটির অর্থ হলো ‘সুদৃঢ় ভিত্তি’। কোরআনের ৬১ নম্বর সুরা আস-সফ-এর ৪ নম্বর আয়াত এটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে ভারতের কাশ্মীরে একাধিক বিস্ফোরণের খবর প্রকাশিত হয়েছে। আজ ভোর ৫টা ৪৫ মিনিটে পরপর দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে শ্রীনগর এলাকায়। এর প্রায় ২০ মিনিট পর আরও তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরটিতে ব্ল্যাকআউট চলছে। তবে এসব বিস্ফোরণের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
বিবিসির মতে, এই অভিযান শুরু হওয়ার আগে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছিল যে, ভারত শুক্রবার রাত থেকে শনিবারের মধ্যে বিমান হামলার সময় রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি, শোরকোট বিমানঘাঁটি এবং মুরীদ বিমানঘাঁটিকে আকাশ-থেকে-স্থল ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছিল। তবে বিমান বাহিনীর সব সম্পদ নিরাপদ আছে বলে জানানো হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে জাতীয় কমান্ড কর্তৃপক্ষের জরুরি বৈঠক আহ্বান করেছেন। এই কর্তৃপক্ষের মূল উদ্দেশ্য হলো পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের হেফাজত এবং সেগুলোর ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া।
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পাকিস্তানে শনিবার দুপুর ১২টা পর্যন্ত সকল ধরনের ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।
গেল ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে হামলার জেরে পাল্টাপাল্টি আক্রমণ চালাচ্ছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ। হামলায় ব্যবহৃত হচ্ছে শক্তিশালী যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র।

জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
পর্যটকদের কাছে হিমালয় এবং কাঠমাণ্ডু আকর্ষণীয় স্থানের শীর্ষে। কিন্তু বন্যপ্রাণীতে ভরপুর, জাতীয় পার্ক এবং দৃষ্টিনন্দন অতিথিশালাসমৃদ্ধ নেপালের তেরাই নিম্নাঞ্চল সম্পর্কে পর্যটকরা খুব একটা জানে না।
৯ ঘণ্টা আগে
গত জানুয়ারিতে চীন জানায় যে তাদের পণ্য ও সেবাখাতে বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে—যা বিশ্বে কোনো দেশের জন্য প্রথম অভিজ্ঞতা। কিন্তু ২০২৫ সালের প্রথম ১১ মাসে চীন সেই সীমাও অতিক্রম করেছে। সোমবার প্রকাশিত কাস্টমস তথ্য অনুযায়ী, নভেম্বর পর্যন্ত চীনের মোট বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ৮
১০ ঘণ্টা আগে
সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের পতনের এক বছর পূর্ণ হলো আজ। গত বছর এই দিনে বাশার আল-আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধেরও সমাপ্তি ঘটে। আহমদ আল-শারা (সাবেক আবু মোহাম্মদ আল-জোলানি) নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনা করছে।
১৩ ঘণ্টা আগে