leadT1ad

সৌদিতে চাঁদ দেখা গেছে, ৬ তারিখ ঈদুল আজহা

ঈদুল আজহা

সৌদি আরবে আজ মঙ্গলবার (২৭ মে) জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে ১০ জিলহজ আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন করা হবে, আর সেই হিসেবে ৫ জুন পালন করা হবে পবিত্র হজ।

সৌদি আরব সরকার আজ এ ঘোষণা দিয়েছে।

সৌদি ছাড়া মধ্যপ্রাচ্যের দেশ ওমানও আগামী ৬ জুন ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া একই দিন ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দেয়।

সাধারণত সৌদি আরব আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঈদ উদ্‌যাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়ে থাকে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন (শনিবার) বাংলাদেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে। তবে দেশের কোথাও কোথায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন করা হয়ে থাকে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত