leadT1ad

ইসরায়েলে কী হচ্ছে, হঠাৎ নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

নাগরিকদের সরিয়ে নিতে ৩টি ফ্লাইট পরিচালনা করেছে রাশিয়া। ছবি: সংগৃহীত

হঠাৎ করেই ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইসরায়েল থেকে তিনটি ফ্লাইটে করে নিজেদের নাগরিকদের সরিয়ে নিয়েছে রাশিয়া। ফ্লাইটগুলোতে করে রুশ কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের সরানো হয়েছে। স্থানীয় হিব্রো ও আঞ্চলিক সংবাদমাধ্যমের বরাতে এই খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

বৃহস্পতিবার ইসরায়েলি চ্যানেল ১৪ এর এক প্রতিবেদনে বলা হয়, মস্কোর পক্ষ থেকে কোনোরকম আনুষ্ঠানিক ব্যাখ্যা ছাড়াই এ ফ্লাইটগুলো পরিচালনা করা হয়েছে। রাশিয়া ও ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত পৃথক প্রতিবেদনেও বলা হয়েছে, জরুরি আদেশেই রুশ কর্মকর্তা এবং তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে।

স্বাভাবিকের চেয়ে তড়িৎ গতিতে এই স্থানান্তর প্রক্রিয়া ঘটেছে বলেও প্রতিবেদনগুলোতে ইঙ্গিত করা হয়েছে। এর ফলে ধারণা করা হচ্ছে, মস্কো হয়তো কোনো সংবেদনশীল বা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। আর তার পরিপ্রেক্ষিতেই জরুরিভাবে নিজেদের নাগরিকদের ইসরায়েল থেকে সরিয়ে নিচ্ছে। তবে ঠিক কি ধরনের তথ্য পেয়ে থাকতে পারে রাশিয়া; বা কাদের সরিয়ে নেওয়া হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

নাগরিক সরিয়ে নেওয়ার কারণ ব্যাখ্যা করে ক্রেমলিনও কোনো ধরনের আনুষ্ঠানিক বিবৃতি বা ব্যাখ্যা দেয়নি। এই ব্যাপারে রুশ কর্তৃপক্ষও কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত