স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের যুদ্ধ দপ্তরকে পুনরায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালুর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এই নির্দেশের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটি বলছে, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির দিকে অভিযোগের আঙুল তোলার পর এই নির্দেশ যুক্তরাষ্ট্রের ভণ্ডামি।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন প্রেসিডেন্টের পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় চালুর এই নির্দেশকে ‘পশ্চাদগামী’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এক পোস্টে আরাঘচি বলেন, প্রতিরক্ষা দপ্তরকে ‘যুদ্ধ দপ্তর’ পুনঃনামকরণ করে একটি পারমাণবিক শক্তিধর দেশ পুনরার পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু করছে।
তিনি বলেন, এই একই দেশ ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে ভয়ঙ্কর ও হুমকিস্বরূপ আখ্যা দিয়েছে এবং আমাদের সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে আরও হামলার হুমকি দিচ্ছে। এসবই আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
এর আগে, বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসানে এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কোঅপারেশন (অ্যাপেক) শীর্ষক সম্মেলনের সাইডলাইনের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে পরমাণু পরীক্ষা ফের চালুর আকস্মিক ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, রাশিয়া ও চীনের মতো দেশের সঙ্গে ‘সমতার ভিত্তিতে’ তিনি পেন্টাগনকে অবিলম্বে ফের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালুর নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের মতে, ‘পাঁচ বছরের’ মধ্যে দেশ দুটির পারমাণবিক অস্ত্রের ভান্ডার যুক্তরাষ্ট্রের সমান হবে।
এদিকে, কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সিনিয়র ফেলো ও পরমাণু নিরাপত্তা বিশ্লেষক অঙ্কিত পান্ডা আল জাজিরাকে বলেন, ইরানের সঙ্গে চলমান পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্কের চেয়ে বরং রাশিয়া ও চীনের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে, রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে—চলতি সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, মস্কো পরমাণু শক্তিচালিত সুপার টর্পেডো পোসেইডনের সফল পরীক্ষা চালিয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে আলাদাভাবে পরমাণু শক্তিচালিত বুরভেস্টনিক নামে নতুন একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় মস্কো।
এছাড়া, চীনও সম্প্রতি সেপ্টেম্বর কুচকাওয়াজে নিজেদের পারমাণবিক শক্তি প্রদর্শন করে। এর মধ্যে ছিল ডংফেং-৫ নামে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো নতুন এবং পরিবর্তিত পারমাণবিক অস্ত্র ব্যবস্থাও।
জাতিসংঘের মতে, প্রকাশ্যে এই ধরনের শক্তি প্রদর্শন সত্ত্বেও, রাশিয়া বা চীন কেউই কয়েক দশক ধরে কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি যাকে ভূমির উপরে, ভূগর্ভস্থ বা পানির নিচে পারমাণবিক বিস্ফোরণ হিসেবে সংজ্ঞায়িত করা যায়।

যুক্তরাষ্ট্রের যুদ্ধ দপ্তরকে পুনরায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালুর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এই নির্দেশের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটি বলছে, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির দিকে অভিযোগের আঙুল তোলার পর এই নির্দেশ যুক্তরাষ্ট্রের ভণ্ডামি।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন প্রেসিডেন্টের পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় চালুর এই নির্দেশকে ‘পশ্চাদগামী’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এক পোস্টে আরাঘচি বলেন, প্রতিরক্ষা দপ্তরকে ‘যুদ্ধ দপ্তর’ পুনঃনামকরণ করে একটি পারমাণবিক শক্তিধর দেশ পুনরার পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু করছে।
তিনি বলেন, এই একই দেশ ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে ভয়ঙ্কর ও হুমকিস্বরূপ আখ্যা দিয়েছে এবং আমাদের সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে আরও হামলার হুমকি দিচ্ছে। এসবই আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
এর আগে, বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসানে এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কোঅপারেশন (অ্যাপেক) শীর্ষক সম্মেলনের সাইডলাইনের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে পরমাণু পরীক্ষা ফের চালুর আকস্মিক ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, রাশিয়া ও চীনের মতো দেশের সঙ্গে ‘সমতার ভিত্তিতে’ তিনি পেন্টাগনকে অবিলম্বে ফের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালুর নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের মতে, ‘পাঁচ বছরের’ মধ্যে দেশ দুটির পারমাণবিক অস্ত্রের ভান্ডার যুক্তরাষ্ট্রের সমান হবে।
এদিকে, কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সিনিয়র ফেলো ও পরমাণু নিরাপত্তা বিশ্লেষক অঙ্কিত পান্ডা আল জাজিরাকে বলেন, ইরানের সঙ্গে চলমান পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্কের চেয়ে বরং রাশিয়া ও চীনের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে, রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে—চলতি সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, মস্কো পরমাণু শক্তিচালিত সুপার টর্পেডো পোসেইডনের সফল পরীক্ষা চালিয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে আলাদাভাবে পরমাণু শক্তিচালিত বুরভেস্টনিক নামে নতুন একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় মস্কো।
এছাড়া, চীনও সম্প্রতি সেপ্টেম্বর কুচকাওয়াজে নিজেদের পারমাণবিক শক্তি প্রদর্শন করে। এর মধ্যে ছিল ডংফেং-৫ নামে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো নতুন এবং পরিবর্তিত পারমাণবিক অস্ত্র ব্যবস্থাও।
জাতিসংঘের মতে, প্রকাশ্যে এই ধরনের শক্তি প্রদর্শন সত্ত্বেও, রাশিয়া বা চীন কেউই কয়েক দশক ধরে কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি যাকে ভূমির উপরে, ভূগর্ভস্থ বা পানির নিচে পারমাণবিক বিস্ফোরণ হিসেবে সংজ্ঞায়িত করা যায়।

জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
পর্যটকদের কাছে হিমালয় এবং কাঠমাণ্ডু আকর্ষণীয় স্থানের শীর্ষে। কিন্তু বন্যপ্রাণীতে ভরপুর, জাতীয় পার্ক এবং দৃষ্টিনন্দন অতিথিশালাসমৃদ্ধ নেপালের তেরাই নিম্নাঞ্চল সম্পর্কে পর্যটকরা খুব একটা জানে না।
৬ ঘণ্টা আগে
গত জানুয়ারিতে চীন জানায় যে তাদের পণ্য ও সেবাখাতে বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে—যা বিশ্বে কোনো দেশের জন্য প্রথম অভিজ্ঞতা। কিন্তু ২০২৫ সালের প্রথম ১১ মাসে চীন সেই সীমাও অতিক্রম করেছে। সোমবার প্রকাশিত কাস্টমস তথ্য অনুযায়ী, নভেম্বর পর্যন্ত চীনের মোট বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ৮
৭ ঘণ্টা আগে
সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের পতনের এক বছর পূর্ণ হলো আজ। গত বছর এই দিনে বাশার আল-আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধেরও সমাপ্তি ঘটে। আহমদ আল-শারা (সাবেক আবু মোহাম্মদ আল-জোলানি) নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনা করছে।
১১ ঘণ্টা আগে