স্ট্রিম ডেস্ক

উগান্ডায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এখনো ঘোষণা হয়নি। এর মধ্যেই বিরোধীদল দাবি করেছে, তাদের নেতা জনপ্রিয় গায়ক থেকে রাজনীতিতে আসা ববি ওয়াইনকে তার বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। আর্মি হেলিকপ্টারে করে তাকে ‘অজ্ঞাত স্থানে’ নেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) ববির দল দ্য ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানায়। তবে এই ব্যাপারে দেশটির সরকারি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যেই উত্তেজনাকর পরিস্থিতিতে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক খবরে বলা হয়েছে, ববি ওয়াইন উগান্ডার শীর্ষ বিরোধীদলীয় নেতা। তিনি দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনিকে নির্বাচনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। যদিও জাতিসংঘ বলছে, ব্যাপক ভয়ভীতি ও দমনের মধ্যে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে দেশটির রাজধানী কামপালা থেকে আল জাজিরার সংবাদদাতা ক্যাথেরিন সোই জানিয়েছেন, ইন্টারনেট না থাকায় ওয়াইনকে কোথায় নেওয়া হয়েছে সেব্যাপারে তথ্য পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে।
সোই জানিয়েছেন, ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্মের এক কর্মকর্তা আল জাজিরাকে শুধু এইটুকু নিশ্চিত করেছেন, কিছু লোক যাদেরকে দেখে সামরিক ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর মনে হয়েছে তাঁরা ওয়াইনের বাড়ির গেট টপকে ভেতরে প্রবেশ করেছেন। তবে তিনি এটা নিশ্চিত করতে পারেননি সেসময় ওয়াইন বাড়িতে ছিলেন কিনা বা তাঁকে তুলে নেওয়া হয়েছে কিনা।
সোই আরও জানান, ওয়াইনের সঙ্গে প্রকৃতই কি ঘটেছে তা নিশ্চিত হতে আল জাজিরা উগান্ডার সেনাবাহিনী বা পুলিশের কোনো মন্তব্য নিতে পারেনি।
আল জাজিরার ওই সংবাদদাতা আরও জানান, বৃহস্পতিবার ভোটের কিছু সময় পরই ওয়াইন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেছেন, নির্বাচনে দেশজুড়ে ‘ব্যাপক ভোট কারচুপি’ হয়েছে। তিনি দেশটির জনগণকে বিষয়টি সামনে আনার এবং অপরাধী শাসনকে ছুড়ে ফেলতে আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত কয়েকবছর ধরে মুসেভেনির সরকারের বিরুদ্ধে বিরোধী দলের রাজনীতিক এবং তাদের সমর্থকদের ওপর দমন-পীড়নের অভিযোগ রয়েছে। ৮১ বছর বয়সী প্রেসিডেন্ট মুসেভেনি প্রায় চার দশক ধরে দেশটির প্রেসিডেন্ট এবং এই নির্বাচনের মাধ্যমে তাঁর ক্ষমতায়র মেয়াদ আরও বাড়াতে চাচ্ছেন। নির্বাচনের আগে তিনি বলেছিলেন, ভোটে ৮০ শতাংশ সমর্থন পাবেন বলে তিনি আশা করছেন।
এদিকে, শুক্রবারের ভোট গণনায় দেখা গেছে মুসেভেনি স্পষ্ট এগিয়ে আছেন। প্রায় ৮১ ভাগ ভোট গণনা শেষে নিবার্চন কমিশন বলেছে, মুসেভেনি ৭৩ দশমিক ৭ শতাংশ সমর্থন পেয়েছেন। আর ওয়াইন পেয়েছেন ২২ দশমিক ৭ শতাংশ। আজ স্থানীয় সময় বিকাল ৪টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

উগান্ডায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এখনো ঘোষণা হয়নি। এর মধ্যেই বিরোধীদল দাবি করেছে, তাদের নেতা জনপ্রিয় গায়ক থেকে রাজনীতিতে আসা ববি ওয়াইনকে তার বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। আর্মি হেলিকপ্টারে করে তাকে ‘অজ্ঞাত স্থানে’ নেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) ববির দল দ্য ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানায়। তবে এই ব্যাপারে দেশটির সরকারি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যেই উত্তেজনাকর পরিস্থিতিতে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক খবরে বলা হয়েছে, ববি ওয়াইন উগান্ডার শীর্ষ বিরোধীদলীয় নেতা। তিনি দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনিকে নির্বাচনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। যদিও জাতিসংঘ বলছে, ব্যাপক ভয়ভীতি ও দমনের মধ্যে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে দেশটির রাজধানী কামপালা থেকে আল জাজিরার সংবাদদাতা ক্যাথেরিন সোই জানিয়েছেন, ইন্টারনেট না থাকায় ওয়াইনকে কোথায় নেওয়া হয়েছে সেব্যাপারে তথ্য পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে।
সোই জানিয়েছেন, ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্মের এক কর্মকর্তা আল জাজিরাকে শুধু এইটুকু নিশ্চিত করেছেন, কিছু লোক যাদেরকে দেখে সামরিক ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর মনে হয়েছে তাঁরা ওয়াইনের বাড়ির গেট টপকে ভেতরে প্রবেশ করেছেন। তবে তিনি এটা নিশ্চিত করতে পারেননি সেসময় ওয়াইন বাড়িতে ছিলেন কিনা বা তাঁকে তুলে নেওয়া হয়েছে কিনা।
সোই আরও জানান, ওয়াইনের সঙ্গে প্রকৃতই কি ঘটেছে তা নিশ্চিত হতে আল জাজিরা উগান্ডার সেনাবাহিনী বা পুলিশের কোনো মন্তব্য নিতে পারেনি।
আল জাজিরার ওই সংবাদদাতা আরও জানান, বৃহস্পতিবার ভোটের কিছু সময় পরই ওয়াইন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেছেন, নির্বাচনে দেশজুড়ে ‘ব্যাপক ভোট কারচুপি’ হয়েছে। তিনি দেশটির জনগণকে বিষয়টি সামনে আনার এবং অপরাধী শাসনকে ছুড়ে ফেলতে আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত কয়েকবছর ধরে মুসেভেনির সরকারের বিরুদ্ধে বিরোধী দলের রাজনীতিক এবং তাদের সমর্থকদের ওপর দমন-পীড়নের অভিযোগ রয়েছে। ৮১ বছর বয়সী প্রেসিডেন্ট মুসেভেনি প্রায় চার দশক ধরে দেশটির প্রেসিডেন্ট এবং এই নির্বাচনের মাধ্যমে তাঁর ক্ষমতায়র মেয়াদ আরও বাড়াতে চাচ্ছেন। নির্বাচনের আগে তিনি বলেছিলেন, ভোটে ৮০ শতাংশ সমর্থন পাবেন বলে তিনি আশা করছেন।
এদিকে, শুক্রবারের ভোট গণনায় দেখা গেছে মুসেভেনি স্পষ্ট এগিয়ে আছেন। প্রায় ৮১ ভাগ ভোট গণনা শেষে নিবার্চন কমিশন বলেছে, মুসেভেনি ৭৩ দশমিক ৭ শতাংশ সমর্থন পেয়েছেন। আর ওয়াইন পেয়েছেন ২২ দশমিক ৭ শতাংশ। আজ স্থানীয় সময় বিকাল ৪টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

ফিলিস্তিনের গাজায় শান্তি ফেরানোর জন্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ‘টেকনোক্র্যাট’ প্রশাসন তদারকির জন্য আন্তর্জাতিক ‘বোর্ড অব পিস’ বা শান্তি বোর্ড সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে আনার পরিকল্পনায় সমর্থন না দিলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ড অপরিহার্য। শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউসে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা ব
১৫ ঘণ্টা আগে
ইরানে সামরিক হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটেছে যুক্তরাষ্ট্র। মূলত কূটনৈতিক প্রচেষ্টায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘শান্ত’ করা সম্ভব হয়েছে। আর এই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে সৌদি আরব, ওমান ও কাতার।
২০ ঘণ্টা আগে
ইরানে চলমান বিক্ষোভ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির প্রেক্ষাপটে জরুরি বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিউইয়র্কে অনুষ্ঠিত এ বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
১ দিন আগে