স্ট্রিম ডেস্ক

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। স্থানীয় সরকারি কর্মকর্তা ও পুলিশ বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে।
আজ শনিবার (২৮ জুন) পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এএফপি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানান, ‘হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সেনাবাহিনীর একটি কনভয়ের ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ১৩ সেনা নিহত হন, ১০ সেনাসদস্যসহ ১৯ জন নাগরিক আহত হন।’
পরে নিহতের সংখ্যা বেড়ে ১৬ হওয়ার খবরও নিশ্চিত করেন ওই কর্মকর্তা।
এএফপিকে এক পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণে ঘটনাস্থলের পাশের দুটি বাড়ির ছাদ উড়ে গেছে এবং এতে আহত হয়েছে ৬ শিশু।
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) উপশাখা হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠী ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
২০২১ সালে আফগানিস্তানে আবার তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগান-পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য নিজেদের ভূমি ব্যবহার করতে দিচ্ছে আফগানিস্তান । যদিও আফগানিস্তানের তালেবান সরকার এই অভিযোগ বারবার অস্বীকার করে আসছে।
এএফপির হিসাবে, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় ২০২৫ সালে এখন পর্যন্ত প্রায় ২৯০ জন নিহত হয়েছেন। যাঁদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। স্থানীয় সরকারি কর্মকর্তা ও পুলিশ বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে।
আজ শনিবার (২৮ জুন) পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এএফপি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানান, ‘হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সেনাবাহিনীর একটি কনভয়ের ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ১৩ সেনা নিহত হন, ১০ সেনাসদস্যসহ ১৯ জন নাগরিক আহত হন।’
পরে নিহতের সংখ্যা বেড়ে ১৬ হওয়ার খবরও নিশ্চিত করেন ওই কর্মকর্তা।
এএফপিকে এক পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণে ঘটনাস্থলের পাশের দুটি বাড়ির ছাদ উড়ে গেছে এবং এতে আহত হয়েছে ৬ শিশু।
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) উপশাখা হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠী ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
২০২১ সালে আফগানিস্তানে আবার তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগান-পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য নিজেদের ভূমি ব্যবহার করতে দিচ্ছে আফগানিস্তান । যদিও আফগানিস্তানের তালেবান সরকার এই অভিযোগ বারবার অস্বীকার করে আসছে।
এএফপির হিসাবে, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় ২০২৫ সালে এখন পর্যন্ত প্রায় ২৯০ জন নিহত হয়েছেন। যাঁদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।

জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
পর্যটকদের কাছে হিমালয় এবং কাঠমাণ্ডু আকর্ষণীয় স্থানের শীর্ষে। কিন্তু বন্যপ্রাণীতে ভরপুর, জাতীয় পার্ক এবং দৃষ্টিনন্দন অতিথিশালাসমৃদ্ধ নেপালের তেরাই নিম্নাঞ্চল সম্পর্কে পর্যটকরা খুব একটা জানে না।
৫ ঘণ্টা আগে
গত জানুয়ারিতে চীন জানায় যে তাদের পণ্য ও সেবাখাতে বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে—যা বিশ্বে কোনো দেশের জন্য প্রথম অভিজ্ঞতা। কিন্তু ২০২৫ সালের প্রথম ১১ মাসে চীন সেই সীমাও অতিক্রম করেছে। সোমবার প্রকাশিত কাস্টমস তথ্য অনুযায়ী, নভেম্বর পর্যন্ত চীনের মোট বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ৮
৬ ঘণ্টা আগে
সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের পতনের এক বছর পূর্ণ হলো আজ। গত বছর এই দিনে বাশার আল-আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধেরও সমাপ্তি ঘটে। আহমদ আল-শারা (সাবেক আবু মোহাম্মদ আল-জোলানি) নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনা করছে।
৯ ঘণ্টা আগে