leadT1ad

ইরানের বিক্ষোভ শেষ: তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৭: ১৯
ইরানে বিক্ষোভে পুড়িয়ে দেওয়া একটি গাড়ি। ছবিটি দুই দিন আগের।

ইরানের চলমান আন্দোলন প্রায় শেষ হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন তেহরান ইউনিভার্সিটির অধ্যাপক ফোয়াদ ইজাদি। তাঁর দাবি, দেশটিতে গত দুই-তিন দিন ধরে বড় ধরনের কোনো অস্থিরতা নেই। পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

আজ বুধবার (১৪ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে তিনি এসব তথ্য জানান।

অধ্যাপক ফোয়াদ ইজাদি বলেন, ইরানে সাম্প্রতিক দিনগুলোতে বড় ধরনের অস্থিরতা নেই। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি আল জাজিরাকে বলেন, ‘গত ৪৮ থেকে ৭২ ঘণ্টায় আমি কোনো বিক্ষোভ দেখিনি। কোনো দাঙ্গাও দেখা যাচ্ছে না।’

ইন্টারনেটের ওপর চলমান বিধিনিষেধ প্রসঙ্গে ইজাদি ২০২৫ সালের জুনে ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধের কথাও উল্লেখ করে বলেন, এগুলো নিরাপত্তাজনিত কারণে করা হয়েছে।

তাঁর ভাষায়, ‘ইসরায়েলের মোসাদ এজেন্টরা ইরানের অবকাঠামো ব্যবহার করে যোগাযোগ করছিল’, এবং হামলার সময় তারা একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র চালাচ্ছিল, পরে সেটি শনাক্ত হয়েছে।

অধ্যাপক ইজাদি আরও বলেন, বিক্ষোভ চলাকালে কিছু ‘দাঙ্গাকারী পুলিশকে গুলি করেছে এবং যেসব দোকানদার দোকান বন্ধে রাজি হয়নি তাঁদেরও গুলি করেছে। আমরা দাঙ্গাকারীরা দোকানদারদের হত্যা করতে দেখেছি।’

Ad 300x250

সম্পর্কিত