স্ট্রিম ডেস্ক

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের প্রায় চার বছর পর প্রথম সাধারণ নির্বাচন হচ্ছে। রোববার (২৮ ডিসেম্বর) গৃহযুদ্ধের আবহ ও আন্তর্জাতিক সমালোচনার মধ্যে প্রথম দফার ভোট শেষ হয়। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, প্রধান শহরগুলোতে ভোটার উপস্থিতি ছিল ২০২০ সালের নির্বাচনের তুলনায় অনেক কম।
২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে হটানোর পর জান্তা সরকারের অধীনে এটিই প্রথম ভোট। জান্তা প্রধান মিন অং হ্লাইং দাবি করেছেন, তিন দফার এই নির্বাচন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনবে। তবে জাতিসংঘ, পশ্চিমা দেশ ও মানবাধিকার সংস্থাগুলো এই নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে।
শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি এখনো বন্দি ও তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) ভেঙে দেওয়া হয়েছে। ফলে সামরিক বাহিনী সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) নির্বাচনে একতরফা জয় পেতে যাচ্ছে, এটি অনুমেয়। বিশ্লেষকরা বলছেন, মূলত সামরিক বাহিনীর ক্ষমতাকে বৈধতা দিতেই এই ভোটের আয়োজন।
ইয়াঙ্গুন, মান্দালয়সহ প্রধান শহরগুলোতে নির্বাচনী প্রচারে আগের মতো কোনো আমেজ দেখা যায়নি। জান্তা প্রধান মিন অং হ্লাইং কড়া পাহারায় রাজধানী নেপিদোতে ভোট দিয়ে গণমাধ্যমে হাসি মুখে পোজ দেন। তবে লড়াই চলতে থাকা চীন রাজ্যের হাকা শহর ছিল প্রায় ভোটারশূন্য। বিদ্রোহী গোষ্ঠীগুলোর বয়কটের ডাকে সেখানে কেউ ভোট দিতে আসেননি।
জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস বলেছেন, এই নির্বাচন সংকটের সমাধান নয়, বরং মিয়ানমারের মানুষের ওপর সামরিক দমন-পীড়ন দীর্ঘস্থায়ী করার মাধ্যম। তবে জান্তা মুখপাত্র জাও মিন তুন আন্তর্জাতিক সমালোচনা অগ্রাহ্য করে এই ভোটকে ‘উজ্জ্বল ভবিষ্যতের’ পথ হিসেবে দাবি করেছেন।
প্রথম দফার ভোটের পর আগামী ১১ ও ২৫ জানুয়ারি পরের দুই দফার ভোট হওয়ার কথা রয়েছে। মিয়ানমারের ৩৩০ জনপদের মধ্যে ২৬৫টিতে ভোটগ্রহণের লক্ষ্য থাকলেও অনেক এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকায়, সেখানে ভোট নিয়ে সংশয় রয়েছে। চূড়ান্ত ফলাফল ঘোষণার তারিখ এখনো জানায়নি জান্তা সরকার।

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের প্রায় চার বছর পর প্রথম সাধারণ নির্বাচন হচ্ছে। রোববার (২৮ ডিসেম্বর) গৃহযুদ্ধের আবহ ও আন্তর্জাতিক সমালোচনার মধ্যে প্রথম দফার ভোট শেষ হয়। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, প্রধান শহরগুলোতে ভোটার উপস্থিতি ছিল ২০২০ সালের নির্বাচনের তুলনায় অনেক কম।
২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে হটানোর পর জান্তা সরকারের অধীনে এটিই প্রথম ভোট। জান্তা প্রধান মিন অং হ্লাইং দাবি করেছেন, তিন দফার এই নির্বাচন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনবে। তবে জাতিসংঘ, পশ্চিমা দেশ ও মানবাধিকার সংস্থাগুলো এই নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে।
শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি এখনো বন্দি ও তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) ভেঙে দেওয়া হয়েছে। ফলে সামরিক বাহিনী সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) নির্বাচনে একতরফা জয় পেতে যাচ্ছে, এটি অনুমেয়। বিশ্লেষকরা বলছেন, মূলত সামরিক বাহিনীর ক্ষমতাকে বৈধতা দিতেই এই ভোটের আয়োজন।
ইয়াঙ্গুন, মান্দালয়সহ প্রধান শহরগুলোতে নির্বাচনী প্রচারে আগের মতো কোনো আমেজ দেখা যায়নি। জান্তা প্রধান মিন অং হ্লাইং কড়া পাহারায় রাজধানী নেপিদোতে ভোট দিয়ে গণমাধ্যমে হাসি মুখে পোজ দেন। তবে লড়াই চলতে থাকা চীন রাজ্যের হাকা শহর ছিল প্রায় ভোটারশূন্য। বিদ্রোহী গোষ্ঠীগুলোর বয়কটের ডাকে সেখানে কেউ ভোট দিতে আসেননি।
জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস বলেছেন, এই নির্বাচন সংকটের সমাধান নয়, বরং মিয়ানমারের মানুষের ওপর সামরিক দমন-পীড়ন দীর্ঘস্থায়ী করার মাধ্যম। তবে জান্তা মুখপাত্র জাও মিন তুন আন্তর্জাতিক সমালোচনা অগ্রাহ্য করে এই ভোটকে ‘উজ্জ্বল ভবিষ্যতের’ পথ হিসেবে দাবি করেছেন।
প্রথম দফার ভোটের পর আগামী ১১ ও ২৫ জানুয়ারি পরের দুই দফার ভোট হওয়ার কথা রয়েছে। মিয়ানমারের ৩৩০ জনপদের মধ্যে ২৬৫টিতে ভোটগ্রহণের লক্ষ্য থাকলেও অনেক এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকায়, সেখানে ভোট নিয়ে সংশয় রয়েছে। চূড়ান্ত ফলাফল ঘোষণার তারিখ এখনো জানায়নি জান্তা সরকার।

গৃহযুদ্ধ, সহিংসতা ও নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে ব্যাপক সন্দেহের মধ্যেই আজ রোববার (২৮ ডিসেম্বর) মিয়ানমারে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ ভোর ৬টায় ভোটকেন্দ্র খোলা হয়। সূর্য ওঠার পর থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের আসতে শুরু করেছেন।
১১ ঘণ্টা আগে
ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা সিটির আল-শিফা হাসপাতালে অনুষ্ঠিত হলো ১৬৮ জন ফিলিস্তিনি চিকিৎসকের গ্রাজুয়েশন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ইসরায়েলি আগ্রাসনের দুই বছর পর ধ্বংসাবশেষের মাঝেই এই চিকিৎসকরা তাঁদের বিশেষায়িত সনদ গ্রহণ করেন।
১ দিন আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৩০ বছরের বেশি সময় ধরে দেশটির জন্য এবং বিশ্বের জন্য ইরান ভয়াবহ হুমকি এ সতর্কবার্তা দিয়ে আসছেন। গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সতর্কতা মাথায় নিয়ে তেহরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালান।
১ দিন আগে
থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করেছে কম্বোডিয়া। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।
১ দিন আগে