leadT1ad

গ্রিনল্যান্ড দখলে বিরোধিতা

ট্রাম্পের শুল্কের চাপে ইউরোপের ৮ দেশ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০০: ০৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

গ্রিনল্যান্ড কেনার প্রস্তাবে রাজি না হওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, গ্রিনল্যান্ড নিয়ে ‘চুক্তি না হওয়া পর্যন্ত’ এই শুল্ক বহাল থাকবে।

শনিবার (১৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প এ ঘোষণা দেন। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, জার্মানি, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে আমদানিকৃত পণ্যে এই শুল্ক কার্যকর হবে।

ট্রাম্প জানিয়েছেন, আগামী ১ জুনের মধ্যে যদি কোনো সমাধান না আসে, তবে শুল্কের হার বেড়ে ২৫ শতাংশে দাঁড়াবে।

ডেনমার্কের নিরাপত্তাব্যবস্থাকে ‘দুই কুকুরের স্লেজ’ বলে কটাক্ষ করে ট্রাম্প দাবি করেন, রাশিয়া ও চীন গ্রিনল্যান্ড চায় এবং ডেনমার্ক তা ঠেকাতে অক্ষম।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্বশান্তি ঝুঁকির মুখে। কেবল যুক্তরাষ্ট্রের নেতৃত্বেই এই খেলায় সফল হওয়া সম্ভব।’

এর আগে চলতি সপ্তাহে সুইডেন, নরওয়ে ও ফ্রান্সসহ ন্যাটো সদস্যরা ডেনমার্কের অনুরোধে গ্রিনল্যান্ডে সেনা পাঠায়। যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠক কোনো সুরাহা ছাড়াই শেষ হয়েছে। ট্রাম্পের পরিকল্পনার প্রতিবাদে শনিবার ডেনমার্ক ও গ্রিনল্যান্ডজুড়ে বিশাল বিক্ষোভ হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত