স্ট্রিম ডেস্ক

এই বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন গবেষক—মেরি ই. ব্রানকাও, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি। ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ সম্পর্কিত আবিষ্কারের জন্য তাঁরা এ সম্মানজনক পদকে ভূষিত হচ্ছেন।
আজ সোমবার (৬ অক্টোবর) নোবেল অ্যাসেম্বলি তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ভেরিফায়েড পেজে বিবৃতিতে বিষয়টি জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, মানবদেহের কীভাবে প্রতিরোধব্যবস্থা (ইমিউন সিস্টেম) নিয়ন্ত্রণে থাকে তা নিয়ে গবেষণা করেছেন এই তিন গবেষক। দেহের শক্তিশালী ইমিউন সিস্টেম নিয়ন্ত্রিত না হলে তা শরীরের অঙ্গগুলোকে আক্রমণ করতে পারে। এই তিন বিজ্ঞানী প্রতিরোধব্যবস্থা স্বয়ং যেন শরীরে কোনো ক্ষতি না করে তা নজরদারি এবং প্রতিরোধব্যবস্থার আক্রমণ ঠেকানোর মেডিসিন আবিষ্কার করেছেন।
তাঁদের এই আবিষ্কারে পেরিফেরাল টলারেন্স নামে গবেষণার নতুন ক্ষেত্র তৈরি করেছে, যা ক্যান্সার এবং অটোইমিউন রোগের চিকিৎসা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ফলে ভবিষ্যতে অঙ্গ প্রতিস্থাপন (transplantation) আরও সফল হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এই আবিষ্কারের ভিত্তিতে তৈরি বেশ কয়েকটি চিকিৎসা বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে রয়েছে।
মেরি ই. ব্রানকাও যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইন্সটিটিউট ফর সিস্টেম বায়োলজিতে কর্মরত আছেন। ফ্রেড রামসডেল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সোনোমা বায়োথেরাপেটিক্সে কর্মরত আছেন। আর শিমন সাকাগুচি জাপানের ওসাকা ইউনিভার্সিটিতে কাজ করছেন।

এই বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন গবেষক—মেরি ই. ব্রানকাও, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি। ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ সম্পর্কিত আবিষ্কারের জন্য তাঁরা এ সম্মানজনক পদকে ভূষিত হচ্ছেন।
আজ সোমবার (৬ অক্টোবর) নোবেল অ্যাসেম্বলি তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ভেরিফায়েড পেজে বিবৃতিতে বিষয়টি জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, মানবদেহের কীভাবে প্রতিরোধব্যবস্থা (ইমিউন সিস্টেম) নিয়ন্ত্রণে থাকে তা নিয়ে গবেষণা করেছেন এই তিন গবেষক। দেহের শক্তিশালী ইমিউন সিস্টেম নিয়ন্ত্রিত না হলে তা শরীরের অঙ্গগুলোকে আক্রমণ করতে পারে। এই তিন বিজ্ঞানী প্রতিরোধব্যবস্থা স্বয়ং যেন শরীরে কোনো ক্ষতি না করে তা নজরদারি এবং প্রতিরোধব্যবস্থার আক্রমণ ঠেকানোর মেডিসিন আবিষ্কার করেছেন।
তাঁদের এই আবিষ্কারে পেরিফেরাল টলারেন্স নামে গবেষণার নতুন ক্ষেত্র তৈরি করেছে, যা ক্যান্সার এবং অটোইমিউন রোগের চিকিৎসা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ফলে ভবিষ্যতে অঙ্গ প্রতিস্থাপন (transplantation) আরও সফল হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এই আবিষ্কারের ভিত্তিতে তৈরি বেশ কয়েকটি চিকিৎসা বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে রয়েছে।
মেরি ই. ব্রানকাও যুক্তরাষ্ট্রের সিয়াটলের ইন্সটিটিউট ফর সিস্টেম বায়োলজিতে কর্মরত আছেন। ফ্রেড রামসডেল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সোনোমা বায়োথেরাপেটিক্সে কর্মরত আছেন। আর শিমন সাকাগুচি জাপানের ওসাকা ইউনিভার্সিটিতে কাজ করছেন।

জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
পর্যটকদের কাছে হিমালয় এবং কাঠমাণ্ডু আকর্ষণীয় স্থানের শীর্ষে। কিন্তু বন্যপ্রাণীতে ভরপুর, জাতীয় পার্ক এবং দৃষ্টিনন্দন অতিথিশালাসমৃদ্ধ নেপালের তেরাই নিম্নাঞ্চল সম্পর্কে পর্যটকরা খুব একটা জানে না।
৮ ঘণ্টা আগে
গত জানুয়ারিতে চীন জানায় যে তাদের পণ্য ও সেবাখাতে বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে—যা বিশ্বে কোনো দেশের জন্য প্রথম অভিজ্ঞতা। কিন্তু ২০২৫ সালের প্রথম ১১ মাসে চীন সেই সীমাও অতিক্রম করেছে। সোমবার প্রকাশিত কাস্টমস তথ্য অনুযায়ী, নভেম্বর পর্যন্ত চীনের মোট বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ৮
৯ ঘণ্টা আগে
সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের পতনের এক বছর পূর্ণ হলো আজ। গত বছর এই দিনে বাশার আল-আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধেরও সমাপ্তি ঘটে। আহমদ আল-শারা (সাবেক আবু মোহাম্মদ আল-জোলানি) নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনা করছে।
১৩ ঘণ্টা আগে