স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য আলোচনা আপাতত আবার শুরু হবে না। কানাডার অন্টারিও প্রদেশের একটি রাজনৈতিক বিজ্ঞাপনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের বক্তব্য ব্যবহার করে শুল্কনীতিকে ‘বিপর্যয়ের কারণ’ বলার জেরে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শুক্রবার ট্রাম্প বলেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিজ্ঞাপনটির জন্য তাঁর কাছে দুঃখ প্রকাশ করলেও আলোচনা আবার শুরু করা হবে না।
‘আমি তাঁকে খুব পছন্দ করি, কিন্তু তারা যা করেছে তা ভুল’, বলেন ট্রাম্প। ‘বিজ্ঞাপনটি মিথ্যা ছিল বলে তিনি ক্ষমা চেয়েছেন।' তবে কার্নি তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
গত সপ্তাহে অন্টারিও প্রদেশের সরকার ওই বিজ্ঞাপন প্রচারের পর ট্রাম্প আলোচনাটি স্থগিত করার ঘোষণা দেন। তিনি জানান, কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ওই বিজ্ঞাপনটিতে রিপাবলিকান দলের জনপ্রিয় নেতা রোনাল্ড রিগ্যানের একটি পুরোনো ভাষণ থেকে উদ্ধৃতি দেখানো হয়। সেখানে বলা হয়েছিল, বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ বাণিজ্যযুদ্ধ ও কর্মসংস্থান হ্রাসের কারণ হতে পারে। রিগ্যান মুক্তবাজার ও মুক্তবাণিজ্যের প্রবল সমর্থক ছিলেন।
ট্রাম্প বিজ্ঞাপনটিকে ‘ভুয়া’ বলে আখ্যা দেন। আল-জাজিরার আগের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডের দল এক মিনিট দৈর্ঘ্যের বিজ্ঞাপন তৈরির সময় রিগ্যানের ভাষণের বিভিন্ন অংশ কেটে একত্র করেছে। তবে বিজ্ঞাপনের সব বাক্যই রিগ্যানের আসল বক্তব্য থেকে নেওয়া।
পরবর্তীতে ফোর্ড বাণিজ্য আলোচনা এগিয়ে নিতে বিজ্ঞাপনটি স্থগিত করেন। অন্যদিকে কার্নি জানিয়েছেন, কানাডা আলোচনায় বসতে প্রস্তুত।
ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রই কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। দেশটি তার রপ্তানির প্রায় ৭৫ শতাংশ পাঠায় প্রতিবেশী যুক্তরাষ্ট্রে। তবে, সেই বাণিজ্য ট্রাম্পের আরোপ করা উচ্চশুল্কের কারণে বড় ধরনের ধাক্কা খেয়েছে।
খবর: আল-জাজিরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য আলোচনা আপাতত আবার শুরু হবে না। কানাডার অন্টারিও প্রদেশের একটি রাজনৈতিক বিজ্ঞাপনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের বক্তব্য ব্যবহার করে শুল্কনীতিকে ‘বিপর্যয়ের কারণ’ বলার জেরে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শুক্রবার ট্রাম্প বলেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিজ্ঞাপনটির জন্য তাঁর কাছে দুঃখ প্রকাশ করলেও আলোচনা আবার শুরু করা হবে না।
‘আমি তাঁকে খুব পছন্দ করি, কিন্তু তারা যা করেছে তা ভুল’, বলেন ট্রাম্প। ‘বিজ্ঞাপনটি মিথ্যা ছিল বলে তিনি ক্ষমা চেয়েছেন।' তবে কার্নি তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
গত সপ্তাহে অন্টারিও প্রদেশের সরকার ওই বিজ্ঞাপন প্রচারের পর ট্রাম্প আলোচনাটি স্থগিত করার ঘোষণা দেন। তিনি জানান, কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ওই বিজ্ঞাপনটিতে রিপাবলিকান দলের জনপ্রিয় নেতা রোনাল্ড রিগ্যানের একটি পুরোনো ভাষণ থেকে উদ্ধৃতি দেখানো হয়। সেখানে বলা হয়েছিল, বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ বাণিজ্যযুদ্ধ ও কর্মসংস্থান হ্রাসের কারণ হতে পারে। রিগ্যান মুক্তবাজার ও মুক্তবাণিজ্যের প্রবল সমর্থক ছিলেন।
ট্রাম্প বিজ্ঞাপনটিকে ‘ভুয়া’ বলে আখ্যা দেন। আল-জাজিরার আগের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডের দল এক মিনিট দৈর্ঘ্যের বিজ্ঞাপন তৈরির সময় রিগ্যানের ভাষণের বিভিন্ন অংশ কেটে একত্র করেছে। তবে বিজ্ঞাপনের সব বাক্যই রিগ্যানের আসল বক্তব্য থেকে নেওয়া।
পরবর্তীতে ফোর্ড বাণিজ্য আলোচনা এগিয়ে নিতে বিজ্ঞাপনটি স্থগিত করেন। অন্যদিকে কার্নি জানিয়েছেন, কানাডা আলোচনায় বসতে প্রস্তুত।
ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রই কানাডার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। দেশটি তার রপ্তানির প্রায় ৭৫ শতাংশ পাঠায় প্রতিবেশী যুক্তরাষ্ট্রে। তবে, সেই বাণিজ্য ট্রাম্পের আরোপ করা উচ্চশুল্কের কারণে বড় ধরনের ধাক্কা খেয়েছে।
খবর: আল-জাজিরা

এক দশক পর মিয়ানমারের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের পাকিস্তান সফর। আর এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশ দুটি।
১৫ মিনিট আগে
মেক্সিকোর একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে অন্তত ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৫ জানুয়ারি) মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের সালামাঙ্কা শহরে একটি ফুটবল ম্যাচ শেষে এই নৃশংস হামলার হয়।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারপাত, শিলাবৃষ্টি ও জমাট বৃষ্টি (ফ্রিজিং রেইন) জনজীবনকে কার্যত অচল করে দিয়েছে। দেশটির বিস্তীর্ণ অঞ্চলে রেকর্ড শীত, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, সড়ক ও আকাশপথে যোগাযোগ বিপর্যয়ের পাশাপাশি একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে।
৯ ঘণ্টা আগে
একাত্তরের মুক্তিযুদ্ধে বাঙালির অকৃত্রিম বন্ধু ও বিবিসির দক্ষিণ এশিয়ার সাবেক ব্যুরোপ্রধান সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই। রোববার (২৫ জানুয়ারি) সকালে নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে বিবিসি হিন্দি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
১ দিন আগে