স্ট্রিম ডেস্ক

ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ইতালির ফুটবল ম্যাচের আগে পুলিশের সঙ্গে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। উত্তর ইতালির উদিনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ৫ হাজার ফিলিস্তিনপন্থির শান্তিপূর্ণ মিছিল শেষে এই সহিংসতা ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিক ও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক খবরে বলা হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
এদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীদের পক্ষ থেকে ভিড় নিয়ন্ত্রণে থাকা দাঙ্গাবিরোধী পুলিশের ওপর পটকা ছোড়া হর্য়। পাল্টা আক্রমণ হিসেবে পুলিশ জলকামান ও কাঁদান গ্যাস দিয়ে তাদের ছত্রভঙ্গ করে।
এই ঘটনায় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরএআইয়ের এক সাংবাদিক পাথরের আঘাতে আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে, স্থানীয় আনসা নিউজ এজেন্সি জানিয়েছে, সংঘর্ষ আরেক সাংবাদিকও আহত হয়েছেন। এছাড়া বেশকয়েকজন পুলিশ কর্মকর্তাও আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার পর শহরটির মেয়র আলবেট্রো ফেলিস ডি টনি বলেছেন, আজ রাতে যা ঘটেছে তা অগ্রহণযোগ্য। বিক্ষোভ শেষে রাস্তায় যে সহিংসতা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি।
ইসরায়েলের সঙ্গে ম্যাচটি ফ্রিউলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ম্যাচ শুরুর আগেই স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভকারীরা সিটি সেন্টার থেকে মিছিল নিয়ে স্টেডিয়ামে জড়ো হতে থাকে। ম্যাচ শুরু হয় স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে। ওই সময় বিক্ষোভকারীরা ১৮ মিটার (৬০ ফুট) লম্বা ফিলিস্তিনি পতাকা এবং একটি লাল ব্যানার নিয়ে হাজির হয়। তারা স্লোগান দেয় ‘ইসরায়েলকে লাল কার্ড দেখাও’। তারা ন্যায়বিচারের প্রতীক হিসেবে একটি ধাতব মূর্তির এক হাতে দাঁড়িপাল্লা এবং অন্য হাতে লাল কার্ড রেখেছিল।
প্যালেস্টাইন—উদিন কমিটির সংগঠকরা আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে সব ধরনের প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলছে, এই দল ফিলিস্তিনি ভূখণ্ড ‘দখলের নীতি’ সমর্থন করে।
শেষ পর্যনত ম্যাচে ৩-০ গোলে ইসরায়েকে হারিয়েছে ইতালি। এতে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে ছিটকে গেল ইসরায়েল।

ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ইতালির ফুটবল ম্যাচের আগে পুলিশের সঙ্গে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। উত্তর ইতালির উদিনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ৫ হাজার ফিলিস্তিনপন্থির শান্তিপূর্ণ মিছিল শেষে এই সহিংসতা ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিক ও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক খবরে বলা হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
এদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীদের পক্ষ থেকে ভিড় নিয়ন্ত্রণে থাকা দাঙ্গাবিরোধী পুলিশের ওপর পটকা ছোড়া হর্য়। পাল্টা আক্রমণ হিসেবে পুলিশ জলকামান ও কাঁদান গ্যাস দিয়ে তাদের ছত্রভঙ্গ করে।
এই ঘটনায় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরএআইয়ের এক সাংবাদিক পাথরের আঘাতে আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে, স্থানীয় আনসা নিউজ এজেন্সি জানিয়েছে, সংঘর্ষ আরেক সাংবাদিকও আহত হয়েছেন। এছাড়া বেশকয়েকজন পুলিশ কর্মকর্তাও আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার পর শহরটির মেয়র আলবেট্রো ফেলিস ডি টনি বলেছেন, আজ রাতে যা ঘটেছে তা অগ্রহণযোগ্য। বিক্ষোভ শেষে রাস্তায় যে সহিংসতা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি।
ইসরায়েলের সঙ্গে ম্যাচটি ফ্রিউলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ম্যাচ শুরুর আগেই স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভকারীরা সিটি সেন্টার থেকে মিছিল নিয়ে স্টেডিয়ামে জড়ো হতে থাকে। ম্যাচ শুরু হয় স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে। ওই সময় বিক্ষোভকারীরা ১৮ মিটার (৬০ ফুট) লম্বা ফিলিস্তিনি পতাকা এবং একটি লাল ব্যানার নিয়ে হাজির হয়। তারা স্লোগান দেয় ‘ইসরায়েলকে লাল কার্ড দেখাও’। তারা ন্যায়বিচারের প্রতীক হিসেবে একটি ধাতব মূর্তির এক হাতে দাঁড়িপাল্লা এবং অন্য হাতে লাল কার্ড রেখেছিল।
প্যালেস্টাইন—উদিন কমিটির সংগঠকরা আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে সব ধরনের প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলছে, এই দল ফিলিস্তিনি ভূখণ্ড ‘দখলের নীতি’ সমর্থন করে।
শেষ পর্যনত ম্যাচে ৩-০ গোলে ইসরায়েকে হারিয়েছে ইতালি। এতে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে ছিটকে গেল ইসরায়েল।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির অংশ হিসেবে গাড়ি আমদানির শুল্ক কমাচ্ছে ভারত। বিদ্যমান ১১০ শতাংশ শুল্ক কমিয়ে ৪০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করছে দেশটি।
১ ঘণ্টা আগে
এক দশক পর মিয়ানমারের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের পাকিস্তান সফর। আর এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশ দুটি।
৭ ঘণ্টা আগে
মেক্সিকোর একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে অন্তত ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৫ জানুয়ারি) মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের সালামাঙ্কা শহরে একটি ফুটবল ম্যাচ শেষে এই নৃশংস হামলার হয়।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারপাত, শিলাবৃষ্টি ও জমাট বৃষ্টি (ফ্রিজিং রেইন) জনজীবনকে কার্যত অচল করে দিয়েছে। দেশটির বিস্তীর্ণ অঞ্চলে রেকর্ড শীত, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, সড়ক ও আকাশপথে যোগাযোগ বিপর্যয়ের পাশাপাশি একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে।
১৬ ঘণ্টা আগে