স্ট্রিম ডেস্ক

চীন গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করে বেইজিং বলেছে, তারা দীর্ঘদিন ধরে প্রচলিত অনানুষ্ঠানিক পরমাণু পরীক্ষা স্থগিত রাখার চুক্তি লঙ্ঘন করেনি।
সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘চীন তার পরমাণু পরীক্ষা স্থগিত রাখার অঙ্গীকার মেনে চলেছে।’ তিনি জানান, চীন একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে শান্তিপূর্ণ উন্নয়নের পথে অটল। দেশটি ‘প্রথমে আক্রমণ নয়’ নীতিতে বিশ্বাস করে এবং আত্মরক্ষার ওপর ভিত্তি করে পরমাণু কৌশল অনুসরণ করে।
মাও নিং আরও বলেন, বেইজিং যুক্তরাষ্ট্রকেও পরমাণু পরীক্ষার স্থগিতাদেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছে। ট্রাম্প সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে অবিলম্বে পরমাণু পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন। চীন আশা করে, যুক্তরাষ্ট্র বাস্তব পদক্ষেপ নেবে যাতে বৈশ্বিক নিরস্ত্রীকরণ ও পরমাণু বিস্তাররোধ চুক্তি টিকে থাকে এবং আন্তর্জাতিক ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় থাকে।
ট্রাম্প কোনো প্রমাণ না দিয়েই এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘রাশিয়া ও চীন পরমাণু পরীক্ষা চালাচ্ছে, কিন্তু তারা সে বিষয়ে কিছু বলে না।’ তিনি যোগ করেন, ‘আমি একমাত্র দেশ হতে চাই না যে পরীক্ষা করে না।’ এ সময় তিনি উত্তর কোরিয়া ও পাকিস্তানকেও গোপন পরীক্ষা চালানো দেশ হিসেবে উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্র ১৯৯২ সালের পর থেকে কোনো পরমাণু বিস্ফোরণ ঘটায়নি। গত কয়েক দশকে উত্তর কোরিয়া ছাড়া আর কোনো দেশ এমন পরীক্ষা চালিয়েছে বলে জানা যায়নি। রাশিয়া ও চীন জানায়, তারা যথাক্রমে ১৯৯০ ও ১৯৯৬ সালের পর আর কোনো পরমাণু বিস্ফোরণ করেনি। তবে গত সপ্তাহে রাশিয়া জানায়, তারা নতুন এক পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘বুরেভেস্তনিক’ এবং পারমাণবিক শক্তিচালিত ড্রোন পরীক্ষা করেছে।
ট্রাম্পের হঠাৎ করা এই ঘোষণা ঘিরে বিভ্রান্তি দেখা দিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের ঠিক আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন যে, যুক্তরাষ্ট্র সামরিক পরীক্ষা শুরু করবে।
সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে সরাসরি প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘আমরা অন্যান্য দেশের মতো পরমাণু অস্ত্র পরীক্ষা করব।’
তবে একই দিনে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ফক্স নিউজে বলেন, ‘যে পরীক্ষার কথা বলা হচ্ছে, তা আসলে সিস্টেম টেস্ট, কোনো পরমাণু বিস্ফোরণ নয়।’
তিনি ব্যাখ্যা করেন, ‘এগুলো “নন-ক্রিটিক্যাল এক্সপ্লোশন”। এতে পরমাণু অস্ত্রের কাঠামো ও কার্যকারিতা যাচাই করা হয়, কিন্তু প্রকৃত পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় না।’
সূত্র: আল-জাজিরা

চীন গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করে বেইজিং বলেছে, তারা দীর্ঘদিন ধরে প্রচলিত অনানুষ্ঠানিক পরমাণু পরীক্ষা স্থগিত রাখার চুক্তি লঙ্ঘন করেনি।
সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘চীন তার পরমাণু পরীক্ষা স্থগিত রাখার অঙ্গীকার মেনে চলেছে।’ তিনি জানান, চীন একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে শান্তিপূর্ণ উন্নয়নের পথে অটল। দেশটি ‘প্রথমে আক্রমণ নয়’ নীতিতে বিশ্বাস করে এবং আত্মরক্ষার ওপর ভিত্তি করে পরমাণু কৌশল অনুসরণ করে।
মাও নিং আরও বলেন, বেইজিং যুক্তরাষ্ট্রকেও পরমাণু পরীক্ষার স্থগিতাদেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছে। ট্রাম্প সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে অবিলম্বে পরমাণু পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন। চীন আশা করে, যুক্তরাষ্ট্র বাস্তব পদক্ষেপ নেবে যাতে বৈশ্বিক নিরস্ত্রীকরণ ও পরমাণু বিস্তাররোধ চুক্তি টিকে থাকে এবং আন্তর্জাতিক ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় থাকে।
ট্রাম্প কোনো প্রমাণ না দিয়েই এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘রাশিয়া ও চীন পরমাণু পরীক্ষা চালাচ্ছে, কিন্তু তারা সে বিষয়ে কিছু বলে না।’ তিনি যোগ করেন, ‘আমি একমাত্র দেশ হতে চাই না যে পরীক্ষা করে না।’ এ সময় তিনি উত্তর কোরিয়া ও পাকিস্তানকেও গোপন পরীক্ষা চালানো দেশ হিসেবে উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্র ১৯৯২ সালের পর থেকে কোনো পরমাণু বিস্ফোরণ ঘটায়নি। গত কয়েক দশকে উত্তর কোরিয়া ছাড়া আর কোনো দেশ এমন পরীক্ষা চালিয়েছে বলে জানা যায়নি। রাশিয়া ও চীন জানায়, তারা যথাক্রমে ১৯৯০ ও ১৯৯৬ সালের পর আর কোনো পরমাণু বিস্ফোরণ করেনি। তবে গত সপ্তাহে রাশিয়া জানায়, তারা নতুন এক পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘বুরেভেস্তনিক’ এবং পারমাণবিক শক্তিচালিত ড্রোন পরীক্ষা করেছে।
ট্রাম্পের হঠাৎ করা এই ঘোষণা ঘিরে বিভ্রান্তি দেখা দিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের ঠিক আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন যে, যুক্তরাষ্ট্র সামরিক পরীক্ষা শুরু করবে।
সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে সরাসরি প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘আমরা অন্যান্য দেশের মতো পরমাণু অস্ত্র পরীক্ষা করব।’
তবে একই দিনে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ফক্স নিউজে বলেন, ‘যে পরীক্ষার কথা বলা হচ্ছে, তা আসলে সিস্টেম টেস্ট, কোনো পরমাণু বিস্ফোরণ নয়।’
তিনি ব্যাখ্যা করেন, ‘এগুলো “নন-ক্রিটিক্যাল এক্সপ্লোশন”। এতে পরমাণু অস্ত্রের কাঠামো ও কার্যকারিতা যাচাই করা হয়, কিন্তু প্রকৃত পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় না।’
সূত্র: আল-জাজিরা

এক দশক পর মিয়ানমারের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের পাকিস্তান সফর। আর এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশ দুটি।
৬ ঘণ্টা আগে
মেক্সিকোর একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে অন্তত ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৫ জানুয়ারি) মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের সালামাঙ্কা শহরে একটি ফুটবল ম্যাচ শেষে এই নৃশংস হামলার হয়।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারপাত, শিলাবৃষ্টি ও জমাট বৃষ্টি (ফ্রিজিং রেইন) জনজীবনকে কার্যত অচল করে দিয়েছে। দেশটির বিস্তীর্ণ অঞ্চলে রেকর্ড শীত, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, সড়ক ও আকাশপথে যোগাযোগ বিপর্যয়ের পাশাপাশি একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে।
১৪ ঘণ্টা আগে
একাত্তরের মুক্তিযুদ্ধে বাঙালির অকৃত্রিম বন্ধু ও বিবিসির দক্ষিণ এশিয়ার সাবেক ব্যুরোপ্রধান সাংবাদিক স্যার মার্ক টালি আর নেই। রোববার (২৫ জানুয়ারি) সকালে নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে বিবিসি হিন্দি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
১ দিন আগে