ভারত-পাকিস্তান সংঘাত
স্ট্রিম ডেস্ক

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলাবর্ষণে প্রাণ গেছে পাঁচজনের- দাবি ইসলামাবাদের। অন্যদিকে ভারতের অভিযোগ, পাকিস্তান তাদের তিনটি সেনাঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ফলে জম্মু শহর জুড়ে বিদ্যুৎ নেই।
ভেন্যু বদলাচ্ছে ক্রিকেট লীগের আর বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর ভারত চাপ প্রয়োগ করছে যাতে পাকিস্তানে ঋণ না পায়। সব মিলিয়ে ভারত-পাকিস্তান সংঘর্ষ কোনদিকে মোড় নিচ্ছে? এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানতে-
সীমান্তে গোলাবর্ষণে ৫ জন নিহতের দাবি পাকিস্তানের
নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ ও গুলিতে এক নবজাতকসহ পাঁচজন নিহত হয়েছে বলে বিবিসি উর্দুকে জানিয়েছে পাকিস্তান পুলিশ। শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টা পর্যন্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর কয়েকটি জেলায় গোলাবর্ষণ হয় বলে অভিযোগ করেন তাঁরা।
এর আগে বৃহস্পতিবার পাকিস্তান জানায়, বুধবার সকাল থেকে ভারতীয় বিমান হামলা ও গোলাবর্ষণে ৩১ জন নিহত হয়েছে। সবশেষ এই পাঁচজন নিহতের ঘটনায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬ জনে।
৩টি সামরিক স্থাপনায় হামলার অভিযোগ ভারতের
ভারতের তিনটি সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে। ভারতের দাবি, এই হামলার পেছনে পাকিস্তানের হাত আছে। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিবিসিকে বলেন, ‘আমরা হামলা চালাইনি। আমরা হামলা চালিয়ে সেটা অস্বীকার করি না।’
ভারতীয় সেনাবাহিনী অভিযোগ করে, ৮ মে, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, উধমপুর ও পাঞ্জাবের পাঠানকোটে তাদের ঘাঁটিগুলোতে হামলার চেষ্টা চালায় পাকিস্তান। তবে এসব হামলা প্রতিহত করা হয়েছে। বিস্ফোরণের পরপরই জম্মু শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এই হামলার অভিযোগ অস্বীকার করে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার এক্সে (সাবেক টুইটার) লেখেন, ‘ভারতের গণমাধ্যম সব সময় ভুল তথ্য ছড়ায়- নিজেদের উসকানিমূলক হামলার পর পরাজয়ের আগে এক ধরনের মিথ্যা ‘সাফল্যের’ গল্প তৈরি করতেই তাঁরা মূলত এমনটা করছে। ৬/৭ মে রাতের ঘটনার পর আমরা এখন পর্যন্ত শুধু প্রতিরক্ষামূলক জবাবই দিয়েছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের এ বিষয়ে নজর দেওয়া উচিত।’
আইএমএফকে ভারতের চাপ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পাকিস্তানকে প্রতিশ্রুত ৭ বিলিয়ন ডলার আর্থিক সহায়তার পরবর্তী কিস্তি নিয়ে শুক্রবার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ভারত চাইছে পাকিস্তানকে নতুন করে ঋণ না দেওয়ার ব্যাপারে চাপ সৃষ্টি করতে।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বৃহস্পতিবার জানান, আইএমএফের কাছে ভারত নিজেদের অবস্থান তুলে ধরবে। গত তিন দশকে পাকিস্তানকে দেওয়া এই ধরনের আর্থিক সহায়তা কতটা কার্যকর হয়েছে, তা আইএমএফের গভীরভাবে ভাবা উচিত।
এদিকে বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
বিশ্বব্যাংক জানিয়েছে, ভারত-পাকিস্তানের সিন্ধু পানি চুক্তি বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করবে না।
পিএসএল এখন সংযুক্ত আরব আমিরাতে
ভারতের সঙ্গে চলমান উত্তেজনার কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হচ্ছে।
পিএসএল কর্তৃপক্ষ জানায়, তাঁরা আসর চালিয়ে নিতে সব বিকল্প ভাবছিলেন, এমনকি কয়েক সপ্তাহের জন্য টুর্নামেন্ট বন্ধ রাখার কথাও ভাবা হচ্ছিল। কিন্তু এখন এটি আরব আমিরাতে সরিয়ে নেওয়া হচ্ছে।
তবে সংযুক্ত আরব আমিরাতে ঠিক কোন তারিখে এবং কোন ভেন্যুতে বাকি ম্যাচগুলো হবে, তা নির্ধারিত হয়নি।
বলা দরকার, বৃহস্পতিবার একটি ড্রোন লক্ষ্যভ্রষ্ট হয়ে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশের রাস্তায় বিস্ফোরিত হয়েছে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা বিবিসিকে জানায়।

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলাবর্ষণে প্রাণ গেছে পাঁচজনের- দাবি ইসলামাবাদের। অন্যদিকে ভারতের অভিযোগ, পাকিস্তান তাদের তিনটি সেনাঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ফলে জম্মু শহর জুড়ে বিদ্যুৎ নেই।
ভেন্যু বদলাচ্ছে ক্রিকেট লীগের আর বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর ভারত চাপ প্রয়োগ করছে যাতে পাকিস্তানে ঋণ না পায়। সব মিলিয়ে ভারত-পাকিস্তান সংঘর্ষ কোনদিকে মোড় নিচ্ছে? এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানতে-
সীমান্তে গোলাবর্ষণে ৫ জন নিহতের দাবি পাকিস্তানের
নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ ও গুলিতে এক নবজাতকসহ পাঁচজন নিহত হয়েছে বলে বিবিসি উর্দুকে জানিয়েছে পাকিস্তান পুলিশ। শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টা পর্যন্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর কয়েকটি জেলায় গোলাবর্ষণ হয় বলে অভিযোগ করেন তাঁরা।
এর আগে বৃহস্পতিবার পাকিস্তান জানায়, বুধবার সকাল থেকে ভারতীয় বিমান হামলা ও গোলাবর্ষণে ৩১ জন নিহত হয়েছে। সবশেষ এই পাঁচজন নিহতের ঘটনায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬ জনে।
৩টি সামরিক স্থাপনায় হামলার অভিযোগ ভারতের
ভারতের তিনটি সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে। ভারতের দাবি, এই হামলার পেছনে পাকিস্তানের হাত আছে। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বিবিসিকে বলেন, ‘আমরা হামলা চালাইনি। আমরা হামলা চালিয়ে সেটা অস্বীকার করি না।’
ভারতীয় সেনাবাহিনী অভিযোগ করে, ৮ মে, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, উধমপুর ও পাঞ্জাবের পাঠানকোটে তাদের ঘাঁটিগুলোতে হামলার চেষ্টা চালায় পাকিস্তান। তবে এসব হামলা প্রতিহত করা হয়েছে। বিস্ফোরণের পরপরই জম্মু শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এই হামলার অভিযোগ অস্বীকার করে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার এক্সে (সাবেক টুইটার) লেখেন, ‘ভারতের গণমাধ্যম সব সময় ভুল তথ্য ছড়ায়- নিজেদের উসকানিমূলক হামলার পর পরাজয়ের আগে এক ধরনের মিথ্যা ‘সাফল্যের’ গল্প তৈরি করতেই তাঁরা মূলত এমনটা করছে। ৬/৭ মে রাতের ঘটনার পর আমরা এখন পর্যন্ত শুধু প্রতিরক্ষামূলক জবাবই দিয়েছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের এ বিষয়ে নজর দেওয়া উচিত।’
আইএমএফকে ভারতের চাপ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পাকিস্তানকে প্রতিশ্রুত ৭ বিলিয়ন ডলার আর্থিক সহায়তার পরবর্তী কিস্তি নিয়ে শুক্রবার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ভারত চাইছে পাকিস্তানকে নতুন করে ঋণ না দেওয়ার ব্যাপারে চাপ সৃষ্টি করতে।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বৃহস্পতিবার জানান, আইএমএফের কাছে ভারত নিজেদের অবস্থান তুলে ধরবে। গত তিন দশকে পাকিস্তানকে দেওয়া এই ধরনের আর্থিক সহায়তা কতটা কার্যকর হয়েছে, তা আইএমএফের গভীরভাবে ভাবা উচিত।
এদিকে বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
বিশ্বব্যাংক জানিয়েছে, ভারত-পাকিস্তানের সিন্ধু পানি চুক্তি বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করবে না।
পিএসএল এখন সংযুক্ত আরব আমিরাতে
ভারতের সঙ্গে চলমান উত্তেজনার কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হচ্ছে।
পিএসএল কর্তৃপক্ষ জানায়, তাঁরা আসর চালিয়ে নিতে সব বিকল্প ভাবছিলেন, এমনকি কয়েক সপ্তাহের জন্য টুর্নামেন্ট বন্ধ রাখার কথাও ভাবা হচ্ছিল। কিন্তু এখন এটি আরব আমিরাতে সরিয়ে নেওয়া হচ্ছে।
তবে সংযুক্ত আরব আমিরাতে ঠিক কোন তারিখে এবং কোন ভেন্যুতে বাকি ম্যাচগুলো হবে, তা নির্ধারিত হয়নি।
বলা দরকার, বৃহস্পতিবার একটি ড্রোন লক্ষ্যভ্রষ্ট হয়ে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশের রাস্তায় বিস্ফোরিত হয়েছে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা বিবিসিকে জানায়।

জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
পর্যটকদের কাছে হিমালয় এবং কাঠমাণ্ডু আকর্ষণীয় স্থানের শীর্ষে। কিন্তু বন্যপ্রাণীতে ভরপুর, জাতীয় পার্ক এবং দৃষ্টিনন্দন অতিথিশালাসমৃদ্ধ নেপালের তেরাই নিম্নাঞ্চল সম্পর্কে পর্যটকরা খুব একটা জানে না।
৯ ঘণ্টা আগে
গত জানুয়ারিতে চীন জানায় যে তাদের পণ্য ও সেবাখাতে বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে—যা বিশ্বে কোনো দেশের জন্য প্রথম অভিজ্ঞতা। কিন্তু ২০২৫ সালের প্রথম ১১ মাসে চীন সেই সীমাও অতিক্রম করেছে। সোমবার প্রকাশিত কাস্টমস তথ্য অনুযায়ী, নভেম্বর পর্যন্ত চীনের মোট বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ৮
১০ ঘণ্টা আগে
সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের পতনের এক বছর পূর্ণ হলো আজ। গত বছর এই দিনে বাশার আল-আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধেরও সমাপ্তি ঘটে। আহমদ আল-শারা (সাবেক আবু মোহাম্মদ আল-জোলানি) নেতৃত্বাধীন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনা করছে।
১৩ ঘণ্টা আগে