leadT1ad

বিক্ষোভ ঠেকাতে মিনেসোটায় সেনা নামানোর হুমকি ট্রাম্পের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ২১: ৪৭
প্রতিবাদে উত্তাল মিনেয়াপোলিস, বিক্ষোভকারীর ওপর চড়াও ফেডারেল এজেন্ট। ছবি: এক্স থেকে নেওয়া

মিনেসোটায় অভিবাসনবিরোধী অভিযান ও আইসিই এজেন্টদের উপস্থিতির প্রতিবাদে চলমান বিক্ষোভ দমনে সেনাবাহিনী নামানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তিনি ‘বিদ্রোহ দমন আইন’ জারির কঠোর হুঁশিয়ারি দেন।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প লেখেন, মিনেসোটার ‘দুর্নীতিবাজ রাজনীতিবিদরা’ যদি আইন না মানেন ও ‘পেশাদার আন্দোলনকারীদের’ না থামান, তবে তিনি এই আইন প্রয়োগ করবেন। তিনি দাবি করেন, আইসিই কর্মকর্তারা কেবল তাঁদের দায়িত্ব পালন করছেন। ট্রাম্প স্থানীয় ডেমোক্রেটিক নেতাদের বিদ্রূপ করার পাশাপাশি ওই এলাকার সোমালি সম্প্রদায়কে ‘আবর্জনা’ বলে আখ্যায়িত করেন।

ইতোমধ্যে মিনেসোটা এলাকায় প্রায় ৩ হাজার ফেডারেল কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। তাঁরা সামরিক কায়দায় ক্যামোফ্লেজ গিয়ার ও মুখোশ পরে আগ্নেয়াস্ত্র হাতে শহরের রাস্তায় টহল দিচ্ছেন। স্থানীয়রা এর প্রতিবাদে হুইসেল ও ট্যাম্বুরিন বাজিয়ে বিক্ষোভ করছেন।

আট দিন আগে আইসিই এজেন্টের গুলিতে রেনে গুড নামে এক মার্কিন নাগরিকের মৃত্যুর পর ক্ষোভ দানা বাঁধে। এর মধ্যেই বুধবার ট্রাফিক সিগন্যাল অমান্য করে পালানোর সময় এক ভেনেজুয়েলান ব্যক্তিকে গুলি করেন অভিবাসন কর্মকর্তারা।

Ad 300x250

সম্পর্কিত