leadT1ad

রাজধানীর আলিয়া মাদ্রাসায় দুই পক্ষের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ছবি: সংগৃহীত

রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাতে সংঘর্ষের পর ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদ্রাসা ক্যাম্পাসে সেনাবাহিনীর একটি টিম অবস্থান নিয়েছে।

চকবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ রাতে জানিয়েছেন, রাত ৯টা ৫০ মিনিটের দিকে চকবাজার থানাধীন আলিয়া মাদ্রাসা কাসগরি হলের ছাত্রদের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়ে রাত ১০টার দিকে অন্তত সাতজন ঢামেক হাসপাতালে আসেন। তারা হলেন, সাদিক (২১), মইন (২২) ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) এবং এনামুল (২২)।

তিনি বলেন, ‘সবাই জরুরি বিভাগের ৪ নং ওযার্ডে চিকিৎসাধীন আছেন। সবার শরীরে আঘাতের চিহ্ন আছে।’

জানা গেছে, মাদ্রাসার ভেত‌রে এক‌টি মিলাদ মাহ‌ফি‌লের অনুষ্ঠানে শিক্ষার্থী‌দের দুই প‌ক্ষের বাগ‌বিতণ্ডা হয়। একপর্যা‌য়ে তারা সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। আলিয়া মাদ্রাসার ছাত্রদের ওপর নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। তবে কী কারণে হামলা, তা জানা যায়নি।

চকবাজার থানার ডিউটি অফিসার মো. আশরাফুল স্ট্রিমকে জানান, শনিবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে হলের দুই দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রলীগের কর্মীরা হামলা করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংঘর্ষে আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রাতে লালবাগ জোনের ডিসি সামি স্ট্রিমকে বলেন, ‘আমি ছুটিতে। তবে ঘটনা শুনেছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।’

Ad 300x250

সম্পর্কিত