স্ট্রিম সংবাদদাতা

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ ডিসেম্বর) ভোরে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তের ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ। তিনি ১৭৪ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পে কনস্টেবল হিসেবে কর্মরত।
বিজিবির রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ ডিএএমপি ১/৭-এস সীমান্ত পিলারের কাছে থেকে বাংলাদেশ ভূখণ্ডের প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করেন বেদ প্রকাশ।
স্থানীয়দের দাবি, বেদ প্রকাশ সীমান্ত সংলগ্ন একটি বাড়িতে প্রবেশের চেষ্টা করছিলেন। সে সময় বিজিবির টহল দলের সদস্যরা তাঁকে আটক করেন। এ সময় বেদ প্রকাশের কাছ থেকে একটি ব্যক্তিগত শটগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. রফিকুজ্জামান জানান, বিএসএফ জওয়ান বেদ প্রকাশ তাদের হেফাজতে আছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন– ‘গরু চোর ধাওয়ার সময় কুয়াশার কারণে তিনি ভুল করে বাংলাদেশে প্রবেশ করেন’। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে বেদ প্রকাশ ও জব্দ করা সরঞ্জাম হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ ডিসেম্বর) ভোরে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তের ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ। তিনি ১৭৪ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পে কনস্টেবল হিসেবে কর্মরত।
বিজিবির রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ ডিএএমপি ১/৭-এস সীমান্ত পিলারের কাছে থেকে বাংলাদেশ ভূখণ্ডের প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করেন বেদ প্রকাশ।
স্থানীয়দের দাবি, বেদ প্রকাশ সীমান্ত সংলগ্ন একটি বাড়িতে প্রবেশের চেষ্টা করছিলেন। সে সময় বিজিবির টহল দলের সদস্যরা তাঁকে আটক করেন। এ সময় বেদ প্রকাশের কাছ থেকে একটি ব্যক্তিগত শটগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. রফিকুজ্জামান জানান, বিএসএফ জওয়ান বেদ প্রকাশ তাদের হেফাজতে আছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন– ‘গরু চোর ধাওয়ার সময় কুয়াশার কারণে তিনি ভুল করে বাংলাদেশে প্রবেশ করেন’। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে বেদ প্রকাশ ও জব্দ করা সরঞ্জাম হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

ইনকিলাব মঞ্চের অভিযোগ, অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদি হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন সোমবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
১৫ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিন বাহিনী সমন্বিতভাবে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
২২ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামিরা দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। আজ রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।
৩৩ মিনিট আগে
‘আমার লাশ বাড়িতেই থাকবে। মাথা ফাটাফাটি করে রক্তাক্ত হবে মানুষ। পাখির অভয়াশ্রম থাকবে না। দৌড়ে এসে কেউ কাটবে গাছ; কেউ নেবে গরু। হয়তো এক জমির ছয়খানা দলিল বের করে বলবে, আমাকে দিয়ে গেছে।’
৩৯ মিনিট আগে