leadT1ad

বাংলাদেশির বাড়িতে ঢোকার চেষ্টাকালে বিএসএফ জওয়ান আটক

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
লালমনিরহাট

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ২০: ৩২
আটককৃত বিএসএফ সদস্য বেদ প্রকাশ। সংগৃহীত ছবি

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ ডিসেম্বর) ভোরে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তের ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ। তিনি ১৭৪ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পে কনস্টেবল হিসেবে কর্মরত।

বিজিবির রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ ডিএএমপি ১/৭-এস সীমান্ত পিলারের কাছে থেকে বাংলাদেশ ভূখণ্ডের প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করেন বেদ প্রকাশ।

স্থানীয়দের দাবি, বেদ প্রকাশ সীমান্ত সংলগ্ন একটি বাড়িতে প্রবেশের চেষ্টা করছিলেন। সে সময় বিজিবির টহল দলের সদস্যরা তাঁকে আটক করেন। এ সময় বেদ প্রকাশের কাছ থেকে একটি ব্যক্তিগত শটগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. রফিকুজ্জামান জানান, বিএসএফ জওয়ান বেদ প্রকাশ তাদের হেফাজতে আছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন– ‘গরু চোর ধাওয়ার সময় কুয়াশার কারণে তিনি ভুল করে বাংলাদেশে প্রবেশ করেন’। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে বেদ প্রকাশ ও জব্দ করা সরঞ্জাম হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত