স্ট্রিম ডেস্ক

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পোস্টার প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল রোববার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ১০টি পোস্টার উদ্বোধন করেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশিত ১০টি পোস্টারই জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক। পাশাপাশি পোস্টকার্ডেরও উদ্বোধন করেন তথ্য উপদেষ্টা।
পোস্টার প্রকাশ অনুষ্ঠানে মাহফুজ আলম জানান, পোস্টকার্ড ‘নোটস্ অন জুলাই’-এ সব শ্রেণিপেশার মানুষের মতামত দেওয়ার সুযোগ থাকবে।
উপদেষ্টা বলেন, ‘বিপুলসংখ্যক মানুষ পোস্টকার্ডে জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত স্মৃতি ও মতামত দেবেন। এসব পোস্টকার্ড গুরুত্বসহকারে সংরক্ষণ করা হবে।’
মাহফুজ আলম বলেন, ‘কেন্দ্রীয়ভাবে গৃহীত কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি মন্ত্রণালয় নিজস্ব ব্যবস্থাপনায় বেশকিছু উদ্যোগ নিয়েছে।’ এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা তথ্য অফিসগুলো প্রামাণ্যচিত্র প্রদর্শনী, পোস্টার বিতরণ ও প্রদর্শনসহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। বক্তব্যে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির কার্যক্রম যথাসময়ে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পোস্টার প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল রোববার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ১০টি পোস্টার উদ্বোধন করেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশিত ১০টি পোস্টারই জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক। পাশাপাশি পোস্টকার্ডেরও উদ্বোধন করেন তথ্য উপদেষ্টা।
পোস্টার প্রকাশ অনুষ্ঠানে মাহফুজ আলম জানান, পোস্টকার্ড ‘নোটস্ অন জুলাই’-এ সব শ্রেণিপেশার মানুষের মতামত দেওয়ার সুযোগ থাকবে।
উপদেষ্টা বলেন, ‘বিপুলসংখ্যক মানুষ পোস্টকার্ডে জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত স্মৃতি ও মতামত দেবেন। এসব পোস্টকার্ড গুরুত্বসহকারে সংরক্ষণ করা হবে।’
মাহফুজ আলম বলেন, ‘কেন্দ্রীয়ভাবে গৃহীত কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি মন্ত্রণালয় নিজস্ব ব্যবস্থাপনায় বেশকিছু উদ্যোগ নিয়েছে।’ এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা তথ্য অফিসগুলো প্রামাণ্যচিত্র প্রদর্শনী, পোস্টার বিতরণ ও প্রদর্শনসহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। বক্তব্যে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির কার্যক্রম যথাসময়ে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তানকে হারানো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
৬ ঘণ্টা আগে
কক্সবাজারের রামুতে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জানুয়ারি) রাতে ইউনিয়নের দক্ষিণ মিঠাছড়ি এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
৬ ঘণ্টা আগে
নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার শরীয়তপুর সাংবাদিক সমিতি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সংগঠনটি।
৭ ঘণ্টা আগে
দেশীয় টেক্সটাইল ও স্পিনিং খাতকে বিপর্যয় থেকে রক্ষা করতে সুতা আমদানিতে বিদ্যমান অসম সুবিধা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)।
৭ ঘণ্টা আগে