স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীর তানোরে একটি গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে (বোরহোল) পড়ে দুবছরের শিশু সাজিদ নিহত হওয়ার পর তার বাবা রাকিবুল ইসলাম বলেছিলেন— এটি কছির উদ্দিনের অবহেলা, তাঁর বিচার চান। তবে চারদিন পর ওই ঘটনায় তিনি কোনো মামলা করতে চাচ্ছেন না। তিনি বলছেন, ‘আল্লাহর মাল আল্লাহই নিয়েছে। আমরা মামলা করব না।’
গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় যোগাযোগ করা হলে স্ট্রিমকে এসব কথা বলেন রাকিবুল। তিনি বলেন, ‘আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি, মামলা করব না। আমাদের সবার কথা যে, আল্লাহর মাল আল্লাহই নিয়েছে।’
এর আগে বধুবার (১০ ডিসেম্বর) উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে বাড়ির পাশের জমিতে উন্মুক্ত ফেলে রাখা গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশু সাজিদ। ৩১ ঘণ্টার অভিযানের পর গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রায় পঞ্চাশ ফুট গর্ত থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসকর্মীরা। সাজিদের বাড়ির পাশে নিজের জমিতে একাধিক গভীর গর্ত খুঁড়ে ছিলেন স্থানীয় বাসিন্দা কছির উদ্দিন। ঘটনার পর থেকেই তিনি গা-ঢাকা দিয়েছেন।
সাজিদের মৃত্যুতে কছির উদ্দিনের অবহেলার অভিযোগ তুলে বিচার চাওয়া কথা স্মরণ করিয়ে দিলে রাকিবুল বলেন, ‘ঠিক আছে ভাই। এ কথা বলার মানে, এই কথা থেকে যেন গোটা দেশ সতর্ক থাকে, এই ভুলটা যেন আর কেউ না করে। এই কথাটা বোঝানোর জন্য আমি ওই কথাটা বলেছি। আমার বাচ্চাটা যেভাবে গেছে ভাই, সবাই যদি একটু আগে থেকে সচেতন হয়; তাহলে ইনশাল্লাহ এই ক্ষতিটা হবে না। আমার দ্বারা যাতে আর দশজনে শিক্ষাটা পায় ভাই।’

মামলা না করতে না চাওয়ার বিষয়ে রাকিবুল বলেন, ‘আমার ওপর কোনো চাপ নাই। কারণ, গোটা দেশ আমাদের পক্ষে আছে। ইনশাল্লাহ, পুলিশ-প্রশাসন সবাই আমাদের পক্ষে আছে। কোনো চাপ নাই ভাই।’ তবে তিনি জানান, ঘটনার পর কছির উদ্দিন এখনো গ্রামে আসেন নাই। তিনি বলেন, ‘ওনার সঙ্গে আমি এখনও যোগাযোগ পাই নাই। উনি আমার সাথে কোনো যোগাযোগ করেনি।’
বছর খানেক আগে উপজেলা সেচ কমিটির অনুমোদন ছাড়াই একটি সেমিডিপ নলকূপ বসাতে বোরহোল (পাইপ স্থাপনের গর্ত) করান কছির উদ্দিন। তবে মাটির ৯০ ফুট গভীর থেকেই পাথর উঠতে শুরু করলে পর পর তিনটি স্থান বোরহোল করান তিনি। তাই নলকূপ বসানো হয়নি। সেই পরিত্যক্ত গর্তে পড়েই শিশু সাজিদের মৃত্যু হয়।
ওই ঘটনার পর সাজিদের মা রুনা খাতুন সন্তানের মৃত্যুর বিচার চেয়ে স্ট্রিমকে বলেছিলেন, ‘কছির উদ্দিন আমার বাড়ির পাশে এভাবে তিন জায়গা গর্ত করে ফেলে রেখেছে। ক্যান এভাবে ফেলে রাখলো? গর্তটা ক্যান বুজালো না? আমি বিচার চাই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, ‘কছির উদ্দিনের অবহেলার কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভিকটিমের পরিবার যেভাবে চাইবে, সেভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
কছির উদ্দিন স্থানীয় জামায়াত ইসলামীর সক্রিয় ইসলামীর কর্মী। তাঁর ভাই আব্দুল করিম স্থানীয় ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি, এখন টিম সদস্য। কছির উদ্দিন আগে বিদেশে ছিলেন। দেশে ফেরার পর ‘পানি ব্যবসা’ (সেচ) শুরু করেছেন। এলাকায় বসিয়েছেন পাঁচটি অগভীর (সেমিডিপ) নলকূপ। অবৈধভাবে অন্য নামে বিদ্যুৎ সংযোগ নিয়ে এসব সেমিডিপ চালান তিনি।
পদাধিকার বলে উপজেলা সেচ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। তিনি জানান, আগে থেকেই কছির উদ্দিনের কয়েকটি সেচপাম্প আছে বলে তিনি শুনেছেন। সেগুলো বৈধ কি না, তা যাচাই করতে হবে। তবে যে সেচপাম্পের বোরহোলে পড়ে সাজিদের মৃত্যু হয়েছে, সেটির জন্য কছির উপজেলা সেচ কমিটির অনুমোদন নেননি। তিনি বেআইনি কাজ করেছিলেন। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
অভিযুক্ত কছির উদ্দিন গত বুধবার থেকেই আত্মগোপনে থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি। তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনও বন্ধ।

রাজশাহীর তানোরে একটি গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে (বোরহোল) পড়ে দুবছরের শিশু সাজিদ নিহত হওয়ার পর তার বাবা রাকিবুল ইসলাম বলেছিলেন— এটি কছির উদ্দিনের অবহেলা, তাঁর বিচার চান। তবে চারদিন পর ওই ঘটনায় তিনি কোনো মামলা করতে চাচ্ছেন না। তিনি বলছেন, ‘আল্লাহর মাল আল্লাহই নিয়েছে। আমরা মামলা করব না।’
গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় যোগাযোগ করা হলে স্ট্রিমকে এসব কথা বলেন রাকিবুল। তিনি বলেন, ‘আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি, মামলা করব না। আমাদের সবার কথা যে, আল্লাহর মাল আল্লাহই নিয়েছে।’
এর আগে বধুবার (১০ ডিসেম্বর) উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে বাড়ির পাশের জমিতে উন্মুক্ত ফেলে রাখা গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশু সাজিদ। ৩১ ঘণ্টার অভিযানের পর গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রায় পঞ্চাশ ফুট গর্ত থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসকর্মীরা। সাজিদের বাড়ির পাশে নিজের জমিতে একাধিক গভীর গর্ত খুঁড়ে ছিলেন স্থানীয় বাসিন্দা কছির উদ্দিন। ঘটনার পর থেকেই তিনি গা-ঢাকা দিয়েছেন।
সাজিদের মৃত্যুতে কছির উদ্দিনের অবহেলার অভিযোগ তুলে বিচার চাওয়া কথা স্মরণ করিয়ে দিলে রাকিবুল বলেন, ‘ঠিক আছে ভাই। এ কথা বলার মানে, এই কথা থেকে যেন গোটা দেশ সতর্ক থাকে, এই ভুলটা যেন আর কেউ না করে। এই কথাটা বোঝানোর জন্য আমি ওই কথাটা বলেছি। আমার বাচ্চাটা যেভাবে গেছে ভাই, সবাই যদি একটু আগে থেকে সচেতন হয়; তাহলে ইনশাল্লাহ এই ক্ষতিটা হবে না। আমার দ্বারা যাতে আর দশজনে শিক্ষাটা পায় ভাই।’

মামলা না করতে না চাওয়ার বিষয়ে রাকিবুল বলেন, ‘আমার ওপর কোনো চাপ নাই। কারণ, গোটা দেশ আমাদের পক্ষে আছে। ইনশাল্লাহ, পুলিশ-প্রশাসন সবাই আমাদের পক্ষে আছে। কোনো চাপ নাই ভাই।’ তবে তিনি জানান, ঘটনার পর কছির উদ্দিন এখনো গ্রামে আসেন নাই। তিনি বলেন, ‘ওনার সঙ্গে আমি এখনও যোগাযোগ পাই নাই। উনি আমার সাথে কোনো যোগাযোগ করেনি।’
বছর খানেক আগে উপজেলা সেচ কমিটির অনুমোদন ছাড়াই একটি সেমিডিপ নলকূপ বসাতে বোরহোল (পাইপ স্থাপনের গর্ত) করান কছির উদ্দিন। তবে মাটির ৯০ ফুট গভীর থেকেই পাথর উঠতে শুরু করলে পর পর তিনটি স্থান বোরহোল করান তিনি। তাই নলকূপ বসানো হয়নি। সেই পরিত্যক্ত গর্তে পড়েই শিশু সাজিদের মৃত্যু হয়।
ওই ঘটনার পর সাজিদের মা রুনা খাতুন সন্তানের মৃত্যুর বিচার চেয়ে স্ট্রিমকে বলেছিলেন, ‘কছির উদ্দিন আমার বাড়ির পাশে এভাবে তিন জায়গা গর্ত করে ফেলে রেখেছে। ক্যান এভাবে ফেলে রাখলো? গর্তটা ক্যান বুজালো না? আমি বিচার চাই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, ‘কছির উদ্দিনের অবহেলার কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভিকটিমের পরিবার যেভাবে চাইবে, সেভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
কছির উদ্দিন স্থানীয় জামায়াত ইসলামীর সক্রিয় ইসলামীর কর্মী। তাঁর ভাই আব্দুল করিম স্থানীয় ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি, এখন টিম সদস্য। কছির উদ্দিন আগে বিদেশে ছিলেন। দেশে ফেরার পর ‘পানি ব্যবসা’ (সেচ) শুরু করেছেন। এলাকায় বসিয়েছেন পাঁচটি অগভীর (সেমিডিপ) নলকূপ। অবৈধভাবে অন্য নামে বিদ্যুৎ সংযোগ নিয়ে এসব সেমিডিপ চালান তিনি।
পদাধিকার বলে উপজেলা সেচ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। তিনি জানান, আগে থেকেই কছির উদ্দিনের কয়েকটি সেচপাম্প আছে বলে তিনি শুনেছেন। সেগুলো বৈধ কি না, তা যাচাই করতে হবে। তবে যে সেচপাম্পের বোরহোলে পড়ে সাজিদের মৃত্যু হয়েছে, সেটির জন্য কছির উপজেলা সেচ কমিটির অনুমোদন নেননি। তিনি বেআইনি কাজ করেছিলেন। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
অভিযুক্ত কছির উদ্দিন গত বুধবার থেকেই আত্মগোপনে থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি। তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনও বন্ধ।

সাতক্ষীরায় জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় অংশ নেওয়ায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিবুল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার পুলিশ সুপারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
৩৩ মিনিট আগে
সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান এবং তাঁর স্ত্রী ও মেয়ের নামে প্রায় ৭১১ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব সম্পদের উৎস জানতে চেয়ে তাঁদের তিনজনের নামে আলাদা সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দিয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) এ ফল প্রকাশ করা হয়। এতে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে ৫ হাজার ৬৪৫ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
১ ঘণ্টা আগে
সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে পুলিশের একাধিক কর্মকর্তা স্ট্রিমকে এ তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগে