leadT1ad

যশোরকে ডিজিটাল হাব হিসেবে গড়ার উদ্যোগ অব্যাহত থাকবে: ফয়েজ তৈয়্যব

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১৮: ৪৮
যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে আয়োজিত জব ফেয়ার ও সেমিনার ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন ফয়েজ আহমেদ তৈয়্যব। সংগৃহীত ছবি

যশোরকে একটি আধুনিক ডিজিটাল সিটি ও টেক সিটি হিসেবে গড়ে তোলার জন্য সরকারের পরিকল্পিত ও ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আজ সোমবার (২৬ জানুয়ারি) যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে আয়োজিত জব ফেয়ার ও সেমিনার ভার্চুয়ালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, যশোর হাইটেক পার্কে স্থানীয় উদ্যোক্তাদের সুবিধার্থে ভাড়া কমানো হয়েছে, যাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজে প্রযুক্তি ব্যবসা শুরু করতে পারেন। এ ছাড়া যশোরে দেশের বৃহৎ টিয়ার-৩ ডিজাস্টার রিকভারি ডেটা সেন্টার নির্মাণ চলছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের বিনিয়োগও যশোরকে প্রযুক্তি বিনিয়োগের জন্য আকর্ষণীয় করে তুলেছে।

তরুণদের দক্ষতা উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জব ফেয়ার ও প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ভার্চ্যুয়াল ও অগমেন্টেড রিয়েলিটিসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলবে। এই প্রশিক্ষণগুলো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে। ফয়েজ আহমদ তৈয়্যব আশা প্রকাশ করেন, আজকের জব ফেয়ারের মাধ্যমে নির্বাচিত দক্ষ তরুণদের যথাযথভাবে কর্মসংস্থানে সংযুক্ত করা হবে এবং এ ধরনের উদ্যোগ প্রযুক্তি কোম্পানিগুলোকে যশোরে কার্যক্রম সম্প্রসারণে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন।

বিডিসেট প্রজেক্ট এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় ‘চেঞ্জিং জব অপারচুনিটিজ ইন দ্য এজ অব এআই অ্যান্ড রোবোটিক্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম এম এ হাসেম।

আয়োজকরা জানান, যশোরসহ দেশের স্বনামধন্য ২৫টি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে তাদের সিভি গ্রহণ করছে। আইসিটি ডিভিশন ও বাংলাদেশ হাইটেক পার্কের সহযোগিতায় আয়োজিত এই মেলার মাধ্যমে এক লাখ শিক্ষিত ও দক্ষ তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মেলায় সিভি গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের সিভি লেখা, প্রতিষ্ঠানের ধরন ও চাহিদা বুঝে সিভি তৈরিসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

বিডিসেট প্রজেক্টের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন যবিপ্রবির ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইমরান খান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোরের উপ-পরিচালক মাহফুজুল কবির, চালডালের কো-ফাউন্ডার জিয়া আশরাফ এবং সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোর ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহজালাল।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত