leadT1ad

লুটপাটের টাকায় ফ্যাসিবাদীরা গণভোট নিয়ে মিথ্যাচার করছে: আলী রীয়াজ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ২০: ৪৮
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

পলাতক ফ্যাসিবাদীরা লুটপাটের টাকা খরচ করে গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, জনগণকে সত্য জানানোর মাধ্যমেই এই মিথ্যাকে পরাজিত করতে হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে হাজারো মানুষ প্রাণ দিয়েছেন। জুলাই সনদের প্রতিটি অক্ষর সেই শহিদদের রক্তেই রচিত। সেই রক্তের দায় যেন আমরা ভুলে না যাই। ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারণেই এবারের গণভোট।

দুর্নীতি প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, বিগত দিনে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধীদের দমনে ব্যবহার করা হয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি ঠেকানোর পথ তৈরি করা যায়নি। তবে গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিলে দুদক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে। এছাড়া সরকারের আর্থিক বিষয় তদারকিতে সংসদে বিরোধী দলের নেতৃত্বে কমিটি গঠন সম্ভব হবে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার বলেন, ফ্যাসিস্ট গোষ্ঠী লুটপাটের টাকায় অপপ্রচার চালিয়ে জাতির ঘুরে দাঁড়ানোর প্রয়াস ব্যর্থ করতে চাইছে। তিনি জুলাই সনদকে জাতির ভবিষ্যৎ গড়ার স্থায়ী দলিল হিসেবে অভিহিত করে বলেন, ৫৪ বছর পরেও আমরা বৈষম্যমুক্ত দেশ গড়ার জন্য যুদ্ধ করছি।

ধর্মসচিব মো. কামাল উদ্দিন বলেন, বিগত আমলে শত নির্যাতনেও আলেমদের সত্য বলা থেকে বিরত রাখা যায়নি।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ উপস্থিত ছিলেন। বক্তারা ইমামদের প্রতি সাধারণ মানুষকে গণভোটে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

Ad 300x250

সম্পর্কিত