leadT1ad

সকালে নয়, প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুক্রবার বিকেলে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ২০: ৫৭
সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। আগামী শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার পরিবর্তে ওই দিন বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন সময়সূচি অনুযায়ী বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা চলবে।

রোববার (৪ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রাজিব কুমার সরকার এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয় এ অনুমোদন দিয়েছে। একই সঙ্গে অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা গেছে, এবার ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ১০ লাখের বেশি প্রার্থী। তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীরা নিজ নিজ জেলায় পরীক্ষায় অংশ নেবেন।

এর আগে এই পরীক্ষা ২ জানুয়ারি হওয়ার কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে তা পিছিয়ে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়। এখন সময়ের ক্ষেত্রেও পরিবর্তন আনা হলো।

Ad 300x250

সম্পর্কিত