leadT1ad

যশোরে পূর্ববিরোধে কুপিয়ে হত্যা, পিটুনিতে হামলাকারীও নিহত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
যশোর

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ২৩: ১১
নিহত রফিকুল ইসলাম (বামে), নিহত আব্দুল আলিম পলাশ (ডানে)। ছবি: সংগৃহীত

যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হন। পরনিহতের স্বজন ও আশপাশের কয়েকজনের পিটুনিতে হামলাকারী ব্যক্তিও নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে চৌগাছা উপজেলার সলুয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত দুই ব্যক্তি হলেন—যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে রফিকুল ইসলাম (৪৫) এবং একই গ্রামের হজরত আলীর ছেলে আব্দুল আলিম পলাশ (৩৫)।

স্থানীয়দের বরাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার জানান, দুজনের মধ্যে দুই বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। রফিকুল বাইসাইকেলে চড়ে দোকানে যাওয়ার সময় পলাশ তাঁর ওপর অতর্কিত হামলা চালান।

স্থানীয়রা রফিকুলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে ঢাকায় নিয়ে যেতে বলেন। ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় নড়াইলে তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ যশোর হাসপাতালের মর্গে আনা হয়।

এদিকে, হামলার পরপরই রফিকুলের স্বজন ও আশপাশের কয়েকজন ধাওয়া করে পলাশকে ঘিরে ফেলে। এসময় উত্তেজিতদের পিটুনিতে তিনিও গুরুতর আহত হন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।

Ad 300x250

সম্পর্কিত