leadT1ad

ধর্মীয় অনুভূতিতে আঘাত: মৃত্যুদণ্ডের বিধান চেয়ে হাইকোর্টে আবেদন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১৬: ৫৬
হাইকোর্ট ভবন। সংগৃহীত ছবি

ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় বিদ্যমান আইনের সাজাকে ‘অপ্রতুল’ উল্লেখ করে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

আজ রোববার (৩০ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. গোলাম কিবরিয়া।

রিট আবেদনে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আইনজীবী সূত্রে জানা গেছে, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে রিট আবেদনটি শুনানির জন্য অনুমতি নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে।

রিট দায়েরের পর এর প্রেক্ষাপট ও যৌক্তিকতা তুলে ধরে আইনজীবী মো. গোলাম কিবরিয়া গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ দণ্ডবিধিতে (পেনাল কোড) ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বর্তমানে মাত্র দুই বছরের সাজার বিধান রয়েছে। এমনকি নতুন সাইবার নিরাপত্তা আইনেও সাজার মেয়াদ একই রাখা হয়েছে। অপরাধের গুরুত্ব বিবেচনায় এই সাজা একেবারেই অপ্রতুল বলে মনে করেন তিনি।

বিদ্যমান আইনের দুর্বলতার সুযোগ নিয়ে অপরাধীরা উৎসাহিত হচ্ছে দাবি করে এই আইনজীবী আরও বলেন, ‘স্বল্প সাজার কারণে অনেকেই মহান আল্লাহ এবং রাসূল (সা.)-কে নিয়ে কটূক্তি করার সাহস পাচ্ছেন। যদি এই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান থাকত, তবে কেউ এমন ধৃষ্টতা দেখানোর সাহস পেত না।’

রিটে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মতো স্পর্শকাতর বিষয়ে কঠোর আইন ও সর্বোচ্চ শাস্তির বিধান নিশ্চিত করার আর্জি জানানো হয়েছে, যেন ভবিষ্যতে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা ধর্মীয় মূল্যবোধে আঘাত করার সাহস না পায়।

Ad 300x250

সম্পর্কিত