স্ট্রিম ডেস্ক

চট্টগ্রাম কাস্টমস হাউজ প্রায় ২ হাজার ৮০০ টন পণ্য নিলামের মাধ্যমে নিষ্পত্তি করেছে। দীর্ঘদিন ধরে বন্দরে পড়ে থাকা ড্রেজারের স্টিল পাইপ, রাবার হোস ও আনুষঙ্গিক বিভিন্ন সরঞ্জাম এই নিলামে তোলা হয়েছিল।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট ও নিরাপত্তাজনিত ঝুঁকি নিরসনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অখালাসকৃত পণ্য নিলামে বিক্রির এই কার্যক্রম চালানো হয়।
এরই ধারাবাহিকতায় কাস্টমসের নিলাম কেন্দ্রে সংরক্ষিত ‘ব্যবহৃত ড্রেজার স্টিল পাইপ, রাবার হোস ও আনুষঙ্গিক সামগ্রী’ অনলাইন নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তি নিয়ে গত ১৫ ডিসেম্বর এনবিআরের অনলাইন প্ল্যাটফর্মে এই নিলাম অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতামূলক এই নিলামে মোট ১৩ জন দরদাতা অংশ নেন।
নিলামে সর্বোচ্চ ৯ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকায় পণ্যচালানটি বিক্রি হয়। পরবর্তী সময়ে দরমূল্য, ভ্যাট ও আয়করসহ মোট ১১ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা পরিশোধ করেন দরদাতা। এরপর তাঁর অনুকূলে পণ্য খালাস করা হয়।
চট্টগ্রাম কাস্টমস হাউস জানায়, এটি তাঁদের ইতিহাসের সর্ববৃহৎ নিলাম। এর ফলে একদিকে কাস্টমসের স্থাপনা খালি হয়েছে, অন্যদিকে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আদায় নিশ্চিত হয়েছে। এতে বন্দরের ইয়ার্ড ব্যবস্থাপনায় গতিশীলতা ফিরে এসেছে।
ভবিষ্যতেও অখালাসকৃত ও নিলামযোগ্য পণ্য দ্রুত নিষ্পত্তির মাধ্যমে বন্দরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে নিয়মিতভাবে অনলাইন নিলাম চালানো হবে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।

চট্টগ্রাম কাস্টমস হাউজ প্রায় ২ হাজার ৮০০ টন পণ্য নিলামের মাধ্যমে নিষ্পত্তি করেছে। দীর্ঘদিন ধরে বন্দরে পড়ে থাকা ড্রেজারের স্টিল পাইপ, রাবার হোস ও আনুষঙ্গিক বিভিন্ন সরঞ্জাম এই নিলামে তোলা হয়েছিল।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট ও নিরাপত্তাজনিত ঝুঁকি নিরসনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অখালাসকৃত পণ্য নিলামে বিক্রির এই কার্যক্রম চালানো হয়।
এরই ধারাবাহিকতায় কাস্টমসের নিলাম কেন্দ্রে সংরক্ষিত ‘ব্যবহৃত ড্রেজার স্টিল পাইপ, রাবার হোস ও আনুষঙ্গিক সামগ্রী’ অনলাইন নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তি নিয়ে গত ১৫ ডিসেম্বর এনবিআরের অনলাইন প্ল্যাটফর্মে এই নিলাম অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতামূলক এই নিলামে মোট ১৩ জন দরদাতা অংশ নেন।
নিলামে সর্বোচ্চ ৯ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকায় পণ্যচালানটি বিক্রি হয়। পরবর্তী সময়ে দরমূল্য, ভ্যাট ও আয়করসহ মোট ১১ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা পরিশোধ করেন দরদাতা। এরপর তাঁর অনুকূলে পণ্য খালাস করা হয়।
চট্টগ্রাম কাস্টমস হাউস জানায়, এটি তাঁদের ইতিহাসের সর্ববৃহৎ নিলাম। এর ফলে একদিকে কাস্টমসের স্থাপনা খালি হয়েছে, অন্যদিকে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আদায় নিশ্চিত হয়েছে। এতে বন্দরের ইয়ার্ড ব্যবস্থাপনায় গতিশীলতা ফিরে এসেছে।
ভবিষ্যতেও অখালাসকৃত ও নিলামযোগ্য পণ্য দ্রুত নিষ্পত্তির মাধ্যমে বন্দরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে নিয়মিতভাবে অনলাইন নিলাম চালানো হবে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।

২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিসবিল্ডিং কমিশন-পিবিসি) সহসভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
৪ মিনিট আগে
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে চায়না-বাংলাদেশ পার্টনারশিপ ফোরামের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। বুধবার (২৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে চীনের জ্যেষ্ঠ শিক্ষাবিদ, বিনিয়োগকারী এবং বায়োমেডিক্যাল, অবকাঠামো ও ডিজিটাল খাতের নেতারা উপস্থিত ছিলেন।
৩০ মিনিট আগে
শেরপুরে শয়নকক্ষের দরজা ভেঙে শাহীনুল ইসলাম (৪৩) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
সরকার ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে। এতে শ্রেষ্ঠ চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে সাঁতাও। সেরা অভিনেতা আফরান নিশো এবং সেরা অভিনেত্রী হিসেবে আইনুন নাহার পুতুল জায়গা করে নিয়েছেন।
১২ ঘণ্টা আগে