স্ট্রিম প্রতিবেদক

দেশে চোরাই ও অবৈধ মোবাইল হ্যান্ডসেটের আমদানি বন্ধ এবং চুরি হওয়া বা অপরাধে ব্যবহৃত ফোনের ট্র্যাকিং সহজ করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পূর্ণাঙ্গরূপে চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই সিস্টেমের মাধ্যমে দেশের নেটওয়ার্কে ব্যবহৃত প্রতিটি মোবাইল হ্যান্ডসেট নিবন্ধিত হবে। এর ফলে কোন মোবাইল হ্যান্ডসেট বৈধ বা অবৈধ, তা সহজেই শনাক্ত করা যাবে এবং প্রয়োজনে বিটিআরসি নিজস্ব নেটওয়ার্ক থেকেই নির্দিষ্ট ফোন বন্ধ করে দিতে পারবে।
এই সিস্টেমের মাধ্যমে দেশের নেটওয়ার্কে ব্যবহৃত প্রতিটি মোবাইল হ্যান্ডসেট নিবন্ধিত হবে, যার ফলে সহজেই বৈধ ও অবৈধ সেট শনাক্ত করা সম্ভব হবে। শুধু তা-ই নয়, চুরি হওয়া বা অপরাধে ব্যবহৃত মোবাইল ট্র্যাকিংয়েও এই সিস্টেম কার্যকর হবে ।
আজ বুধবার বিটিআরসির বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী এ ঘোষণা দেন।
অনুষ্ঠানের শুরুতে এই উদ্যোগের তাৎপর্য প্রসঙ্গে বিটিআরসি চেয়ারম্যান বলেন, 'এনইআইআর চালুর মাধ্যমে দেশের নেটওয়ার্কে ব্যবহৃত প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের নিবন্ধন হবে। ফলে সহজেই বোঝা যাবে কোনো সেট বৈধ না অবৈধ।'
উল্লেখ্য, এনইআইআর সিস্টেমটি চালুর উদ্যোগ এবারই প্রথম নয়। ২০২১ সালেও বিটিআরসি এই সিস্টেমটি চালু করেছিল, কিন্তু পরবর্তী সময়ে এর মূল কার্যকারিতা স্থগিত রাখা হয়। এই সুযোগে দেশে অবৈধ বা গ্রে মার্কেটের মোবাইলের ব্যবসা ব্যাপক আকার ধারণ করে। তথ্য অনুযায়ী, দেশের স্মার্টফোন বাজারের প্রায় ৪০ শতাংশই গ্রে মার্কেটের দখলে, যার আর্থিক মূল্য প্রায় ৪ হাজার কোটি টাকা। কর ফাঁকি দিয়ে আসা এসব ফোনের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।
দেশে ডিজিটাল সেবার পরিধি বাড়ানোর ক্ষেত্রে চ্যালেঞ্জের কথা উল্লেখ করে চেয়ারম্যান বলেন, 'দেশে বর্তমানে প্রায় ৩৭ থেকে ৩৮ শতাংশ হ্যান্ডসেট এখনও নন-স্মার্ট বা সাধারণ ধরনের। এতে ডিজিটাল সেবার পরিধি সীমিত হয়ে যাচ্ছে। স্থানীয়ভাবে উৎপাদিত হ্যান্ডসেটের ব্যবহার বাড়াতে এবং বৈধ বাজার সুরক্ষায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
দেশীয় শিল্পের সুরক্ষায় এই সিস্টেমের ভূমিকা ব্যাখ্যা করে বিটিআরসি চেয়ারম্যান বলেন, '২০১৭ সালের গাইডলাইনের ভিত্তিতে ২০১৮ সাল থেকে দেশে মোবাইল উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে প্রায় ১৮টি কোম্পানি স্থানীয়ভাবে ফোন তৈরি করছে। দেশে উৎপাদিত ফোন দিয়ে মোট চাহিদার সিংহভাগ পূরণ করা সম্ভব হলেও চোরাই ও রিফারবিশড হ্যান্ডসেট বাজারে আসায় দাম কমানো সম্ভব হচ্ছে না। নতুন এই সিস্টেম অবৈধ মোবাইল ফোন শনাক্তে সাহায্য করবে এবং দেশীয় কোম্পানিগুলোকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখবে।'
বিটিআরসি চেয়ারম্যান আরও উল্লেখ করেন, 'একটি মোবাইল ফোন ও তার সাঙ্গে ব্যবহৃত সিম একসঙ্গে শনাক্ত করা সম্ভব হবে। অর্থাৎ, নির্দিষ্ট ফোনে নির্দিষ্ট সিমই ব্যবহার করা যাবে। অন্য ব্যক্তির নামে নিবন্ধিত সিম নিজের হ্যান্ডসেটে ব্যবহার করতে গেলে সেটি আর ব্যবহার করা যাবে না। প্রয়োজনে পুনরায় নিবন্ধন করতে হবে।'
অপরাধ নিয়ন্ত্রণে এই সিস্টেমের কার্যকারিতা নিয়ে তিনি বলেন, 'চুরি হওয়া বা অপরাধে ব্যবহৃত মোবাইল ট্র্যাকিংয়েও এই সিস্টেম কার্যকর হবে। এখন থেকে প্রয়োজনে আমরা নেটওয়ার্ক থেকেই কোনো নির্দিষ্ট ফোন বন্ধ করে দিতে পারব।'
মোবাইল ফোন ও সিম নিবন্ধনে কড়াকড়ি আরোপের কথা জানিয়ে চেয়ারম্যান বলেন, 'মোবাইল সিম রেজিস্ট্রেশন কার্যক্রমও এখন আরও কঠোর করা হয়েছে। ২০১৬-২০১৭ সালে সিম রেজিস্ট্রেশন ও বায়োমেট্রিক যাচাইয়ের পরও কিছু অনিয়ম ছিল। আগামী ১ নভেম্বর ২০২৫ থেকেই অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করবে সিম সরবরাহকারী অপারেটররা। আগামী ডিসেম্বরের মধ্যে আমরা নিশ্চিত করব, কোনো এনআইডির নামে ১০টির বেশি সিম সক্রিয় থাকবে না।'
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি জানান, ধাপে ধাপে এই সংখ্যা আরও কমানো হতে পারে, তবে সাধারণ গ্রাহকের যেন ভোগান্তি না হয়, তা নিশ্চিত করবে বিটিআরসি।
এ সময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।

দেশে চোরাই ও অবৈধ মোবাইল হ্যান্ডসেটের আমদানি বন্ধ এবং চুরি হওয়া বা অপরাধে ব্যবহৃত ফোনের ট্র্যাকিং সহজ করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পূর্ণাঙ্গরূপে চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই সিস্টেমের মাধ্যমে দেশের নেটওয়ার্কে ব্যবহৃত প্রতিটি মোবাইল হ্যান্ডসেট নিবন্ধিত হবে। এর ফলে কোন মোবাইল হ্যান্ডসেট বৈধ বা অবৈধ, তা সহজেই শনাক্ত করা যাবে এবং প্রয়োজনে বিটিআরসি নিজস্ব নেটওয়ার্ক থেকেই নির্দিষ্ট ফোন বন্ধ করে দিতে পারবে।
এই সিস্টেমের মাধ্যমে দেশের নেটওয়ার্কে ব্যবহৃত প্রতিটি মোবাইল হ্যান্ডসেট নিবন্ধিত হবে, যার ফলে সহজেই বৈধ ও অবৈধ সেট শনাক্ত করা সম্ভব হবে। শুধু তা-ই নয়, চুরি হওয়া বা অপরাধে ব্যবহৃত মোবাইল ট্র্যাকিংয়েও এই সিস্টেম কার্যকর হবে ।
আজ বুধবার বিটিআরসির বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী এ ঘোষণা দেন।
অনুষ্ঠানের শুরুতে এই উদ্যোগের তাৎপর্য প্রসঙ্গে বিটিআরসি চেয়ারম্যান বলেন, 'এনইআইআর চালুর মাধ্যমে দেশের নেটওয়ার্কে ব্যবহৃত প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের নিবন্ধন হবে। ফলে সহজেই বোঝা যাবে কোনো সেট বৈধ না অবৈধ।'
উল্লেখ্য, এনইআইআর সিস্টেমটি চালুর উদ্যোগ এবারই প্রথম নয়। ২০২১ সালেও বিটিআরসি এই সিস্টেমটি চালু করেছিল, কিন্তু পরবর্তী সময়ে এর মূল কার্যকারিতা স্থগিত রাখা হয়। এই সুযোগে দেশে অবৈধ বা গ্রে মার্কেটের মোবাইলের ব্যবসা ব্যাপক আকার ধারণ করে। তথ্য অনুযায়ী, দেশের স্মার্টফোন বাজারের প্রায় ৪০ শতাংশই গ্রে মার্কেটের দখলে, যার আর্থিক মূল্য প্রায় ৪ হাজার কোটি টাকা। কর ফাঁকি দিয়ে আসা এসব ফোনের কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।
দেশে ডিজিটাল সেবার পরিধি বাড়ানোর ক্ষেত্রে চ্যালেঞ্জের কথা উল্লেখ করে চেয়ারম্যান বলেন, 'দেশে বর্তমানে প্রায় ৩৭ থেকে ৩৮ শতাংশ হ্যান্ডসেট এখনও নন-স্মার্ট বা সাধারণ ধরনের। এতে ডিজিটাল সেবার পরিধি সীমিত হয়ে যাচ্ছে। স্থানীয়ভাবে উৎপাদিত হ্যান্ডসেটের ব্যবহার বাড়াতে এবং বৈধ বাজার সুরক্ষায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
দেশীয় শিল্পের সুরক্ষায় এই সিস্টেমের ভূমিকা ব্যাখ্যা করে বিটিআরসি চেয়ারম্যান বলেন, '২০১৭ সালের গাইডলাইনের ভিত্তিতে ২০১৮ সাল থেকে দেশে মোবাইল উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে প্রায় ১৮টি কোম্পানি স্থানীয়ভাবে ফোন তৈরি করছে। দেশে উৎপাদিত ফোন দিয়ে মোট চাহিদার সিংহভাগ পূরণ করা সম্ভব হলেও চোরাই ও রিফারবিশড হ্যান্ডসেট বাজারে আসায় দাম কমানো সম্ভব হচ্ছে না। নতুন এই সিস্টেম অবৈধ মোবাইল ফোন শনাক্তে সাহায্য করবে এবং দেশীয় কোম্পানিগুলোকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখবে।'
বিটিআরসি চেয়ারম্যান আরও উল্লেখ করেন, 'একটি মোবাইল ফোন ও তার সাঙ্গে ব্যবহৃত সিম একসঙ্গে শনাক্ত করা সম্ভব হবে। অর্থাৎ, নির্দিষ্ট ফোনে নির্দিষ্ট সিমই ব্যবহার করা যাবে। অন্য ব্যক্তির নামে নিবন্ধিত সিম নিজের হ্যান্ডসেটে ব্যবহার করতে গেলে সেটি আর ব্যবহার করা যাবে না। প্রয়োজনে পুনরায় নিবন্ধন করতে হবে।'
অপরাধ নিয়ন্ত্রণে এই সিস্টেমের কার্যকারিতা নিয়ে তিনি বলেন, 'চুরি হওয়া বা অপরাধে ব্যবহৃত মোবাইল ট্র্যাকিংয়েও এই সিস্টেম কার্যকর হবে। এখন থেকে প্রয়োজনে আমরা নেটওয়ার্ক থেকেই কোনো নির্দিষ্ট ফোন বন্ধ করে দিতে পারব।'
মোবাইল ফোন ও সিম নিবন্ধনে কড়াকড়ি আরোপের কথা জানিয়ে চেয়ারম্যান বলেন, 'মোবাইল সিম রেজিস্ট্রেশন কার্যক্রমও এখন আরও কঠোর করা হয়েছে। ২০১৬-২০১৭ সালে সিম রেজিস্ট্রেশন ও বায়োমেট্রিক যাচাইয়ের পরও কিছু অনিয়ম ছিল। আগামী ১ নভেম্বর ২০২৫ থেকেই অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করবে সিম সরবরাহকারী অপারেটররা। আগামী ডিসেম্বরের মধ্যে আমরা নিশ্চিত করব, কোনো এনআইডির নামে ১০টির বেশি সিম সক্রিয় থাকবে না।'
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি জানান, ধাপে ধাপে এই সংখ্যা আরও কমানো হতে পারে, তবে সাধারণ গ্রাহকের যেন ভোগান্তি না হয়, তা নিশ্চিত করবে বিটিআরসি।
এ সময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।

দেশের ভেতরে পোস্টাল ব্যালট বিতরণ শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও আইনি হেফাজতে থাকা নিবন্ধিত ভোটার– এই তিন শ্রেণির মানুষের হাতে সোমবার থেকে পোস্টাল ব্যালট দেওয়া হচ্ছে।
১৩ মিনিট আগে
গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের দক্ষিণ-পূর্ব কোনায় প্রায় ৩০ জন কিশোর-তরুণ সারিতে দাঁড়িয়ে কান ধরে উঠবস করছেন। তাঁদের সামনে একটি লাঠি হাতে দাঁড়িয়ে আছেন সর্বমিত্র চাকমা।
১ ঘণ্টা আগে
ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় দেশের ১০০টি উপজেলায় ‘উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জে হাটে হাত ধোয়ার জন্য তৈরি ইটের বেসিন ভেঙে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও দুই শিশু। গতকাল রবিবার (২৫ জানুয়ারি) বিকেল সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা হাটে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের রাত ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হয়েছে।
২ ঘণ্টা আগে