স্ট্রিম প্রতিবেদক

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মালিকানাধীন ৪ কোটি ৬২ লাখ টাকা মূল্যের তিনটি গাড়ি ও ১ কোটি ৬৩ লাখ টাকা মূল্যের ১৭ বিঘা বা ৫৮৪ দশমিক ৫৩ শতাংশ জমি জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত। মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (৫ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন তথ্য জানান ।
দুদকের পক্ষে আদালতে আবেদনটি পেশ করেন সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলম।
দুদক সূত্রে জানা গেছে, জব্দ করা স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য প্রায় ৬ কোটি ২৫ লাখ টাকা। এর মধ্যে রয়েছে ৪ কোটি ৬২ লাখ টাকার তিনটি গাড়ি এবং বিভিন্ন স্থানে থাকা ১ কোটি ৬৩ লাখ টাকা মূল্যের জমি।
দুদকের আবেদনে বলা হয়, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এই সম্পদগুলো জব্দ করা জরুরি। অন্যথায় আসামিপক্ষ এসব সম্পদ বিক্রি বা হস্তান্তর করে ফেলতে পারেন, যা ভবিষ্যতে বিচার শেষে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং রাষ্ট্র আর্থিকভাবে অপূরণীয় ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে বলেও আবেদনে জানিয়েছেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।
দুদকের দাখিল করা প্রতিবেদনে আনিসুল হকের আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল সম্পদের চিত্র উঠে এসেছে। আবেদনে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত আনিসুল হক ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন এবং তা নিজের দখলে রেখেছেন।
সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে তাঁর ব্যাংকিং লেনদেনে। আনিসুল হক ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ২৯টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। নথিপত্র অনুযায়ী, এই হিসাবগুলোতে মোট ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার টাকা ৫৮২ জমা (ডিপোজিট) করা হয়েছে। বিপরীতে উত্তোলন করা হয়েছে ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা।
দুদক আদালতে যুক্তি দেখিয়েছে যে আনিসুল হক পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্বে থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে এই সম্পদ গড়েছেন।
আবেদনে বলা হয়েছে, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পদের অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যেই তিনি ব্যাংকিং চ্যানেলে এই বিপুল অর্থ লেনদেন করেছেন। মানিলন্ডারিং প্রতিরোধ আইনের পরিভাষায় যাকে অর্থের রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর বা লেয়ারিং বলা হয়।
এদিকে, দুর্নীতির অভিযোগ থাকায় আনিসুল হকের একান্ত সচিব (পিএস) শফিকুল ইসলাম ভূঁইয়ার ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে একই আদালত। এসব হিসাবে ৫০ লাখ ১৪ হাজার ৮১৮ টাকা রয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, শফিকুল ইসলাম ভূঁইয়া অপরাধলব্ধ অর্থ তাঁর বা তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাব থেকে উত্তোলন, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। এ কারণে তাঁর নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মালিকানাধীন ৪ কোটি ৬২ লাখ টাকা মূল্যের তিনটি গাড়ি ও ১ কোটি ৬৩ লাখ টাকা মূল্যের ১৭ বিঘা বা ৫৮৪ দশমিক ৫৩ শতাংশ জমি জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত। মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (৫ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন তথ্য জানান ।
দুদকের পক্ষে আদালতে আবেদনটি পেশ করেন সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলম।
দুদক সূত্রে জানা গেছে, জব্দ করা স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য প্রায় ৬ কোটি ২৫ লাখ টাকা। এর মধ্যে রয়েছে ৪ কোটি ৬২ লাখ টাকার তিনটি গাড়ি এবং বিভিন্ন স্থানে থাকা ১ কোটি ৬৩ লাখ টাকা মূল্যের জমি।
দুদকের আবেদনে বলা হয়, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এই সম্পদগুলো জব্দ করা জরুরি। অন্যথায় আসামিপক্ষ এসব সম্পদ বিক্রি বা হস্তান্তর করে ফেলতে পারেন, যা ভবিষ্যতে বিচার শেষে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং রাষ্ট্র আর্থিকভাবে অপূরণীয় ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে বলেও আবেদনে জানিয়েছেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম।
দুদকের দাখিল করা প্রতিবেদনে আনিসুল হকের আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল সম্পদের চিত্র উঠে এসেছে। আবেদনে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত আনিসুল হক ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন এবং তা নিজের দখলে রেখেছেন।
সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে তাঁর ব্যাংকিং লেনদেনে। আনিসুল হক ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ২৯টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। নথিপত্র অনুযায়ী, এই হিসাবগুলোতে মোট ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার টাকা ৫৮২ জমা (ডিপোজিট) করা হয়েছে। বিপরীতে উত্তোলন করা হয়েছে ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা।
দুদক আদালতে যুক্তি দেখিয়েছে যে আনিসুল হক পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্বে থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে এই সম্পদ গড়েছেন।
আবেদনে বলা হয়েছে, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পদের অবৈধ উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যেই তিনি ব্যাংকিং চ্যানেলে এই বিপুল অর্থ লেনদেন করেছেন। মানিলন্ডারিং প্রতিরোধ আইনের পরিভাষায় যাকে অর্থের রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর বা লেয়ারিং বলা হয়।
এদিকে, দুর্নীতির অভিযোগ থাকায় আনিসুল হকের একান্ত সচিব (পিএস) শফিকুল ইসলাম ভূঁইয়ার ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে একই আদালত। এসব হিসাবে ৫০ লাখ ১৪ হাজার ৮১৮ টাকা রয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, শফিকুল ইসলাম ভূঁইয়া অপরাধলব্ধ অর্থ তাঁর বা তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাব থেকে উত্তোলন, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। এ কারণে তাঁর নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ডে যুক্ত হলো বাংলাদেশের নাম। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশসহ ৩৮টি দেশের এই তালিকা প্রকাশ করেছে। বাংলাদেশের জন্য এই নিয়ম আগামী ২১ জানুয়ারি কার্যকর হবে।
২২ মিনিট আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা শুরু হলেও ওএমআর মেশিনে ত্রুটির কারণে তা স্থগিত রয়েছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তাব্যবস্থার ফাঁক গলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ বিচরণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
৯ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহারে সিটবিহীন টিকিটে বাসযাত্রাকে ঘিরে বাকবিতণ্ডার জেরে এক বাসচালককে অফিসে ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে। গত রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১০ ঘণ্টা আগে
ভোলার তজুমদ্দিন উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে শ্রমিক দল ও যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
১০ ঘণ্টা আগে