leadT1ad

বাংলাদেশে নিজেদের নাগরিকদের সতর্ক করল কানাডা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৩: ৫৬
কানাডা হাইকমিশনের ফেসবুক থেকে নেওয়া

বাংলাদেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে বলেছে কানাডার সরকার। আসছে ২৫ ডিসেম্বরসহ জাতীয় নির্বাচনের আগে ও পরে বাংলাদেশে মিছিল ও বিক্ষোভ হতে পারে। আর তাই নাগরিকদের উচ্চ মাত্রার সাবধানতা অবলম্বন করতে সতর্কতা জারি করেছে দেশটি।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশস্থ কানাডা হাইকমিশিনের ভেরিফায়েড পেজে এই সতর্কতা জারি করে একটি পোস্ট দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ ভ্রমণ নিয়ে পরামর্শও হালনাগাদ করেছে কানাডার সরকার।

সতর্কতায় বলা হয়, বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশব্যাপী ধর্মঘটের বিষয়ে উচ্চ মাত্রার সতর্কতা অবলম্বন করুন। সামান্য সতর্কবার্তা ছাড়াই নিরাপত্তা পরিস্থিতির অবনতি হতে পারে।

নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে কানাডা বলছে, ২০২৪ সালের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের পরে বাংলাদেশ আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৫ ডিসেম্বরসহ নির্বাচনের আগে, চলাকালীন এবং পরে বিক্ষোভ হতে পারে। ঢাকায় বড় জমায়েত এবং ট্র্যাফিক ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। এই সময়ে, স্থানীয় কর্তৃপক্ষ সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে পারে এবং চলাচলের বিধিনিষেধ আরোপ করতে পারে।

কানাডা বলছে, ঢাকাসহ অন্যান্য বড় শহরগুলোতে শান্তিপূর্ণ জমায়েতও অস্থির হতে পারে বা যান চলাচল ব্যাহত হতে পারে। যদি শহুরে বাইরে ভ্রমণের পরিকল্পনা থাকে তবে বিষয়টি মাথায় রাখেন। কারণ এই ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হতে পারে।

Ad 300x250

সম্পর্কিত