leadT1ad

তিন দাবিতে রাবির সমাবর্তন বর্জন ঘোষণা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০০: ০৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে ৬০, ৬১ ও ৬২ ব্যাচের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

তারিখ পুনর্বিবেচনাসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আসন্ন দ্বাদশ সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীদের একাংশ। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ক্যাম্পাসের পরিবহন মার্কেট চত্বরে সংবাদ সম্মেলন করে ৬০, ৬১ ও ৬২ ব্যাচের শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—অতিথি তালিকা পুনর্বিবেচনা, তারিখ পুনর্বিবেচনা ও রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো। দাবি আদায় না হওয়া পর্যন্ত সমাবর্তনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

লিখিত বক্তব্যে ৬১ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, হঠাৎ করে জাতীয় নির্বাচনের আগে ১৭ ডিসেম্বর সমাবর্তনের তারিখ নির্ধারণ অযৌক্তিক। মাসের মাঝামাঝি ও সপ্তাহের কর্মদিবসে আয়োজন করায় অনেক শিক্ষার্থী এতে অংশ নিতে পারবেন না।

অতিথি প্রসঙ্গে মামুন বলেন, বর্তমান তালিকা নিয়ে শিক্ষার্থীরা অসন্তুষ্ট। তবে কাউকে অসম্মান করতে চান না তাঁরা। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের স্বার্থে প্রয়োজনে নির্বাচনের পর রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানকে অতিথি করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুনরায় চালু করার দাবি জানানো হয়। পাশাপাশি সমাবর্তনের ফি কোন ব্যাংকে রাখা ছিল, লভ্যাংশ কত এবং বাজেটের বিস্তারিত হিসাব প্রকাশের দাবিও জানান শিক্ষার্থীরা।

উল্লেখ্য, আগামী ১৭ ডিসেম্বর রাবির সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতি হিসেবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং সমাবর্তন বক্তা হিসেবে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের উপস্থিত থাকার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Ad 300x250

সম্পর্কিত