স্ট্রিম প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৯ আগস্ট) দুদক কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
এসব কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিক তদন্তে জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক। তদন্ত এগিয়ে নিতে তাঁদের সম্পদ বিবরণী তলব করা হয়েছে বলে জানান আক্তার হোসেন।
তিনি বলেন, এনবিআরের ওই ১৭ কর্মকর্তা বৈধ উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তির দখলে রয়েছেন বা মালিকানা অর্জন করেছেন— এমনটি প্রতীয়মান হওয়ায় তাঁদের সম্পদ ও দায়-দেনার হিসাব বিবরণী দাখিলের আদেশ জারির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই ১৭ কর্মকর্তা হলেন এনবিআরের সদস্য মো. লুৎফুল আজিম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (সিআইসি) মো. আলমগীর হোসেন, যুগ্ম কমিশনার মো. তারিক হাসান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকার অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (পূর্ব) ঢাকার কমিশনার কাজী মোহাম্মদ জিয়া উদ্দিন, রেলওয়ে কাস্টমসের কমিশনার মো. কামরুজ্জামান, বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) ভ্যাট কমিশনারেট ঢাকার অতিরিক্ত কমিশনার আব্দুল রশিদ মিয়া, কর অঞ্চল-১৬ ঢাকার উপ কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম, কর অঞ্চল-০৮ ঢাকার অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, বিসিএস কর একাডেমি ঢাকার যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দিন খান, কর অঞ্চল-১৬ ঢাকার উপ কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, এনবিআরের সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর ঢাকার অতিরিক্ত কমিশনার হাছান তারেক রিকাবদার, অতিরিক্ত কমিশনার মো. মামুন মিয়া, গোয়েন্দা ইউনিট ঢাকার অতিরিক্ত কমিশনার সাহেলা সিদ্দিক, কর আপিলেট ট্রাইব্যুনাল, ঢাকার কমিশনার লোকমান আহমেদ, কর অঞ্চল-০৩ ঢাকার কর কমিশনার এম এম ফজলুল হক।
এদিকে, অনিয়মের মাধ্যমে ঋণ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. সাইফুল আলম মাসুদসহ (এস আলম) ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।
এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ সাত জনের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরে একটি মামলা দায়ের হয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী আশিকুর রহমান এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রতারণার আশ্রয় নিয়ে অভিযুক্তরা প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের গাজীপুরের কোনাবাড়ি শাখায় ‘গাজীপুর সিটি করপোরেশন’ নামে ভুয়া ব্যাংক হিসাব খোলেন। পরে সিটি করপোরেশনের ২ কোটি ৬০ লাখ ২৫ হাজার টাকা আত্মসাত করেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৯ আগস্ট) দুদক কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
এসব কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিক তদন্তে জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক। তদন্ত এগিয়ে নিতে তাঁদের সম্পদ বিবরণী তলব করা হয়েছে বলে জানান আক্তার হোসেন।
তিনি বলেন, এনবিআরের ওই ১৭ কর্মকর্তা বৈধ উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তির দখলে রয়েছেন বা মালিকানা অর্জন করেছেন— এমনটি প্রতীয়মান হওয়ায় তাঁদের সম্পদ ও দায়-দেনার হিসাব বিবরণী দাখিলের আদেশ জারির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই ১৭ কর্মকর্তা হলেন এনবিআরের সদস্য মো. লুৎফুল আজিম, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (সিআইসি) মো. আলমগীর হোসেন, যুগ্ম কমিশনার মো. তারিক হাসান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকার অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (পূর্ব) ঢাকার কমিশনার কাজী মোহাম্মদ জিয়া উদ্দিন, রেলওয়ে কাস্টমসের কমিশনার মো. কামরুজ্জামান, বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) ভ্যাট কমিশনারেট ঢাকার অতিরিক্ত কমিশনার আব্দুল রশিদ মিয়া, কর অঞ্চল-১৬ ঢাকার উপ কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম, কর অঞ্চল-০৮ ঢাকার অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, বিসিএস কর একাডেমি ঢাকার যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দিন খান, কর অঞ্চল-১৬ ঢাকার উপ কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, এনবিআরের সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর ঢাকার অতিরিক্ত কমিশনার হাছান তারেক রিকাবদার, অতিরিক্ত কমিশনার মো. মামুন মিয়া, গোয়েন্দা ইউনিট ঢাকার অতিরিক্ত কমিশনার সাহেলা সিদ্দিক, কর আপিলেট ট্রাইব্যুনাল, ঢাকার কমিশনার লোকমান আহমেদ, কর অঞ্চল-০৩ ঢাকার কর কমিশনার এম এম ফজলুল হক।
এদিকে, অনিয়মের মাধ্যমে ঋণ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. সাইফুল আলম মাসুদসহ (এস আলম) ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।
এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ সাত জনের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরে একটি মামলা দায়ের হয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী আশিকুর রহমান এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রতারণার আশ্রয় নিয়ে অভিযুক্তরা প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের গাজীপুরের কোনাবাড়ি শাখায় ‘গাজীপুর সিটি করপোরেশন’ নামে ভুয়া ব্যাংক হিসাব খোলেন। পরে সিটি করপোরেশনের ২ কোটি ৬০ লাখ ২৫ হাজার টাকা আত্মসাত করেন।

স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তানকে হারানো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
৪ ঘণ্টা আগে
কক্সবাজারের রামুতে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জানুয়ারি) রাতে ইউনিয়নের দক্ষিণ মিঠাছড়ি এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
৫ ঘণ্টা আগে
নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার শরীয়তপুর সাংবাদিক সমিতি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সংগঠনটি।
৫ ঘণ্টা আগে
দেশীয় টেক্সটাইল ও স্পিনিং খাতকে বিপর্যয় থেকে রক্ষা করতে সুতা আমদানিতে বিদ্যমান অসম সুবিধা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)।
৫ ঘণ্টা আগে