নরসিংদীর রায়পুরায় এক স্বর্ণ ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ীর দিঘিলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এ সব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যবসায়ী প্রান্তুষ সরকার (৪২) উপজেলার দিঘিলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে। তিনি বাঁশগাড়ী বাজারে জুয়েলারি (স্বর্ণ) ব্যবসা করতেন। প্রান্তুষের স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে আছে। তাদের মধ্যে মেয়ে স্কুলে পড়ে, ছেলে ছোট।
নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে প্রান্তুষ সরকার বাড়িতে ছিলেন। এ সময় দুজন ব্যক্তি এসে তাঁকে বাইরে গিয়ে কিছু কথা বলার জন্য ডেকে নিয়ে যায়। প্রান্তুষকে দিঘিলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে গুলি করে তারা। এরপর দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহত ব্যবসায়ী প্রান্তুষ সরকার। সংগৃহীত ছবিস্বজনরা প্রান্তুষকে উদ্ধার করে প্রথমে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বর্ণনা দিয়ে প্রান্তুষের ভাবি হেনা রাণী সরকার বলেন, ‘রাতে দুজন লোক এসে আমার দেবরকে ডেকে নিয়ে যায়। তাদের একজনের মুখ খোলা ছিল, অন্যজনের মুখ বাঁধা। কিছুক্ষণ পর আমিও দেবরের খোঁজে মাঠে যাই। সেখানে পৌঁছেই দেখি, তারা প্রান্তুষকে পিস্তল দিয়ে গুলি করে দৌড়ে পালিয়ে যাচ্ছে।’
হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে হেনা রাণী সরকার বলেন, ‘আমাদের কোনো শত্রু নেই। যারা ডেকে নিয়ে গেছে তাদেরও চিনি না। আমরা এ হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত গ্রেপ্তার চাই।’
রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার ঘোষ বলেন, ‘ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় প্রাথমিক অভিযোগটি আমলে নিয়ে পুলিশ অপরাধীদের ধরতে কাজ করছে। কী কারণে হত্যা করা হয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করছে।’