leadT1ad

বুদ্ধিবৃত্তিক দুর্নীতি ক্যানসারের চেয়েও মরণঘাতী: ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। ছবি: সংগৃহীত

অর্থনৈতিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতিকে বিচার বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করেছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। তিনি বলেছেন, বুদ্ধিবৃত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক ও ক্যানসারের চেয়েও মরণঘাতী। তাই শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সব স্তর থেকে দুর্নীতি নির্মূলের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা।

রোববার (৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর এজলাস কক্ষে নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রথা অনুযায়ী অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়।

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল বলেন, দুর্নীতি এক বিষবাষ্প, যা বিচারকার্যের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আক্রান্ত করেছে। জাতি প্রত্যাশা করে, বিচার বিভাগ সব ধরনের সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত হবে। তিনি উচ্চ ও নিম্ন আদালতসহ সব কর্মকর্তাকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান।

বিগত পনেরো বছরের প্রেক্ষাপট তুলে ধরে আরশাদুর রউফ বলেন, অতীতে বিচার বিভাগকে দলীয়করণ ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। সেখানে অবিচারই প্রাধান্য পেয়েছিল। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। স্বাধীন ও সার্বভৌম বিচার ব্যবস্থা নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রথম সিঁড়ি বলে তিনি উল্লেখ করেন।

মামলাজট নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জানান, বর্তমানে আপিল বিভাগে ৩৯ হাজার ৪১৭টি এবং হাইকোর্ট বিভাগে ৬ লাখ ৩৭ হাজার ৮৮২টি মামলা বিচারাধীন। তবে জট কমাতে গিয়ে যাতে ন্যায়বিচার ক্ষুণ্ন না হয়, সেদিকেও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

Ad 300x250

সম্পর্কিত