স্ট্রিম ডেস্ক

ওমানে কর্মরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধকরণের সুযোগ দেওয়ার পাশাপাশি দেশটি বাংলাদেশের জন্য আবারও নতুন ওয়ার্ক ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদে গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে দুই দেশের উচ্চপর্যায়ের এক বৈঠকে এই আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি। এ সময় উপদেষ্টা অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের সুযোগ দেওয়ায় ওমান সরকারের প্রশংসা করেন।
বৈঠকে প্রকৌশলী, চিকিৎসক ও নার্সের মতো দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসার ওপর থাকা স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য ওমানের মন্ত্রীর কাছে অনুরোধ জানান ড. আসিফ নজরুল।
ওমানের শ্রমমন্ত্রী জানান, অনিয়মিত প্রবাসী কর্মীদের বৈধ করার বিষয়টিকে প্রাধান্য দিয়ে ২০২৩ সাল থেকে সাময়িকভাবে নতুন ওয়ার্ক ভিসা বন্ধ রাখা হয়েছিল। তিনি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসা আবার চালুর আশ্বাস দেন।
উপদেষ্টা আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার, আইনি সংস্কার এবং কর্মী পাঠানোর আগে প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি স্বাগতিক দেশের ভাষা ও আইনকানুন সম্পর্কে জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন।
প্রবাসী কল্যাণ উপদেষ্টা চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির পরবর্তী বৈঠক ডাকার প্রস্তাব করেন। এ ছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের জন্য ওমানের শ্রমমন্ত্রীকে আহ্বান জানান তিনি।

ওমানে কর্মরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধকরণের সুযোগ দেওয়ার পাশাপাশি দেশটি বাংলাদেশের জন্য আবারও নতুন ওয়ার্ক ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদে গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে দুই দেশের উচ্চপর্যায়ের এক বৈঠকে এই আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি। এ সময় উপদেষ্টা অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের সুযোগ দেওয়ায় ওমান সরকারের প্রশংসা করেন।
বৈঠকে প্রকৌশলী, চিকিৎসক ও নার্সের মতো দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসার ওপর থাকা স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য ওমানের মন্ত্রীর কাছে অনুরোধ জানান ড. আসিফ নজরুল।
ওমানের শ্রমমন্ত্রী জানান, অনিয়মিত প্রবাসী কর্মীদের বৈধ করার বিষয়টিকে প্রাধান্য দিয়ে ২০২৩ সাল থেকে সাময়িকভাবে নতুন ওয়ার্ক ভিসা বন্ধ রাখা হয়েছিল। তিনি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসা আবার চালুর আশ্বাস দেন।
উপদেষ্টা আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার, আইনি সংস্কার এবং কর্মী পাঠানোর আগে প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি স্বাগতিক দেশের ভাষা ও আইনকানুন সম্পর্কে জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন।
প্রবাসী কল্যাণ উপদেষ্টা চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির পরবর্তী বৈঠক ডাকার প্রস্তাব করেন। এ ছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের জন্য ওমানের শ্রমমন্ত্রীকে আহ্বান জানান তিনি।

মালদ্বীপের শ্রমবাজারে চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষকসহ পেশাদার কর্মী নিয়োগ বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। সৌদি আরবের রিয়াদে গত সোমবার অনুষ্ঠিত ‘গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনে’র সাইডলাইনে মালদ্বীপের শ্রমমন্ত্রীর সাথে এক বৈঠকে তিনি এই প্রস্তাব দেন।
১৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
৩৪ মিনিট আগে
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনায় এবার কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে দুই বাংলাদেশি কিশোর গুরুতর আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
২ ঘণ্টা আগে