leadT1ad

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১৪: ৩৯
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি জানান, রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এজন্য অনলাইনে নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হচ্ছে।

দেশের ইতিহাসে এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোট চালু করেছেন নির্বাচন কমিশন। ইতোমধ্যে দেশে এবং দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। তাঁদের বড় অংশই প্রবাসী।

তফশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। এর আগ পর্যন্ত পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যাবে। তবে ১২ ফেব্রুয়ারির মধ্যে ডাকের মাধ্যমে ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে হবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত