leadT1ad

নির্বাচন ও গণভোট: সুপ্রিম কোর্টে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১৬: ০০
বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সরকার দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। সরকারি এই সিদ্ধান্তের সাথে সঙ্গতি রেখে প্রধান বিচারপতির অনুমোদনক্রমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগেও একই সময়ে সাধারণ ছুটি বহাল থাকবে।

এর আগে গত ২৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকার এক নির্বাহী আদেশে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে। একই আদেশে শিল্পাঞ্চলের শ্রমিকদের সুবিধার্থে নির্বাচনের আগের দিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে। সরকারের সেই সিদ্ধান্তের আলোকেই দেশের সর্বোচ্চ আদালতেও এই ছুটির আদেশ জারি করা হলো।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত