leadT1ad

আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে উদীচী কার্যালয়ের আগুন

উদীচী কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। সংগৃহীত ছবি

রাজধানীর তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট শুক্রবার রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শাহজাহান জানিয়েছেন, রাত সাড়ে ৭টার দিকে জাতীয় প্রেস ক্লাবের তোপখানা সড়কের উল্টো দিকে সাংস্কৃতিক সংগঠন উদীচী কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আধা ঘণ্টার মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য হামিদুর রহমান হিল্লোল স্ট্রিমকে বলেন, উচীচীর কার্যালয় থেকে বিকেলে সংগঠনের সদস্যরা ধানমন্ডিতে ছায়ানট পরিদর্শনে যান। এর মধ্যে তারা খবর পান উদীচীর কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। তাঁরা ফিরে জানতে পারেন, উদীচী অফিসের দরজা ভেঙ্গে একদল দুর্বৃত্ত আগুন দিয়েছে।'

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত