leadT1ad

রূপপুর বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে বিজ্ঞান উপদেষ্টা, শিগগির ফুয়েল লোডিং শুরুর আশা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১৮: ৫৫
বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন। ছবি: সংগৃহীত

বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সরেজমিনে প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ শেষে তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই নিউক্লিয়ার ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হবে।

উপদেষ্টা প্রকল্প এলাকায় গিয়ে নির্মাণকাজের বর্তমান অবস্থা ঘুরে দেখেন। তিনি সেখানে কর্মরত প্রকৌশলী ও কর্মীদের সঙ্গে কথা বলেন ও তাঁদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে এটি জাতীয় বিদ্যুৎ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে। এ প্রকল্প ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে।

সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক সব নিয়ম-কানুন মেনেই এই মেগা প্রকল্পের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে।

পরিদর্শনকালে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত