leadT1ad

৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের বাকি টাকা

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১৬: ০৫
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হবে। ছবি: সংগৃহীত

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হবে। সরকারি ও বেসরকারি মাধ্যমে ২০২৬ সালের হজে প্রাথমিক নিবন্ধনকারীদের প্রতি এ অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (২২ ডিসেম্বর) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, ‘হজ-২০২৬-এর সরকারি ও বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬ অনুযায়ী প্রত্যেক হজযাত্রীকে প্যাকেজ মূল্যের পুরো অর্থ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে আবশ্যিকভাবে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। এমতাবস্থায়, যেসব হজযাত্রী নির্বাচিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ জমা দেননি, তাঁদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট টাকা জমা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।’

এ সময়ের মধ্যে কোনো নিবন্ধিত হজযাত্রী প্যাকেজের অবশিষ্ট টাকা জমা না দিলে তাঁর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়বে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

Ad 300x250

সম্পর্কিত