leadT1ad

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট: জনসচেতনতা বাড়াতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সভা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের লোগো

রাষ্ট্র কাঠামো সংস্কারের অংশ হিসেবে ‘জুলাই সনদ’কে সংবিধানে অন্তর্ভুক্ত করতে আসন্ন গণভোটে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘গণভোট ২০২৬’ উপলক্ষ্যে এক প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়, অন্তর্বর্তী সরকার সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিন প্রধান ম্যান্ডেট নিয়ে কাজ করছে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে প্রস্তুত করা ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’কে সংবিধানে স্থায়ী রূপ দিতেই জাতীয় নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা হচ্ছে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় ইতিমধ্যে প্রয়োজনীয় ভিডিও ক্লিপ তৈরি করেছে। সভায় সিদ্ধান্ত হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৃণমূল পর্যায়ের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে দেশব্যাপী এই প্রচারণা চালানো হবে।

মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের কাছে গণভোটের গুরুত্ব ও জুলাই সনদের প্রস্তাবনাগুলো পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সভায় গণভোটের কারিগরি দিক ও প্রচারণামূলক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Ad 300x250

সম্পর্কিত