leadT1ad

ড. ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠক করবেন তারেক রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

লন্ডনে মুহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠক। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত বছরের ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডনে তাঁদের একান্ত বৈঠক হয়েছে। এরপর ফোনেও একাধিকবার কথা হয়েছে। তবে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক এটিই প্রথম।

বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যাবেন তারেক রহমান। এসময় আসন্ন নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে সূত্রটি।

তবে এই প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান স্ট্রিমকে জানান, ‘এখনো সিদ্ধান্ত পাইনি। পেলে জানিয়ে দিবো।’

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর তাঁর জানাজায় অংশ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সেখানে তাঁদের মধ্যে কথাও হয়েছে।

আবার ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশের ফেরার পরও তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। আর লন্ডনে একান্ত বৈঠকের পর দুপক্ষ থেকেই যৌথ বিবৃতিও দেওয়া হয়েছিল।

Ad 300x250

সম্পর্কিত