leadT1ad

অবৈধ নিয়োগের অভিযোগ: চবি প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ২১: ০৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অবৈধ নিয়োগের অভিযোগে উপাচার্য, দুই উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী অবস্থান কর্মসূচি থেকে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। এ সময় তাঁরা নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন।

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘গত দেড় বছরে নিয়োগের নামে দলীয়করণ করা হয়েছে। সব অবৈধ নিয়োগ বাতিলসহ শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’

সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন অভিযোগ করেন, প্রশাসন শিক্ষার্থীবান্ধব কাজ না করে কেবল নিয়োগ নিয়ে ব্যস্ত। তিনি বলেন, ‘হাতে গোনা কিছু কাজ দেখিয়ে তারা দায়মুক্ত হতে চাইছে। এই প্রশাসনের পদত্যাগ ছাড়া কোনো বিকল্প নেই।’

Ad 300x250

সম্পর্কিত