leadT1ad

আসন সমঝোতার জন্য হলেও ১১ দলের আলাদা রাজনৈতিক গুরুত্ব আছে: নাহিদ ইসলাম

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৬: ০৬
নাহিদ ইসলাম। ছবি : আশরাফুল আলম

আসন সমঝোতার জন্য হলেও ১১ দলের আলাদা রাজনৈতিক গুরুত্ব আছে বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত শরিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এই জোট নিয়ে আকাঙ্ক্ষার জায়গা আছে, এটা জনগণ বোঝে। নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তোরণ করব, এটা আমাদের প্রত্যাশা। খুবই অল্প সময়ের মধ্যে জোট প্রক্রিয়া হওয়ায় কিছু মতভিন্নতা হয়েছে, এটা কেটে যাবে।’

‘শেষ পর্যন্ত চেষ্টা করব, এই জোট যেন অটুট থাকে। কারও মতানৈক্য থাকলেও জোট প্রক্রিয়া এগিয়ে যাবে’, বলেন নাহিদ ইসলাম।

বৈঠকে ১০ দলের নেতারা
বৈঠকে ১০ দলের নেতারা

এনসিপির এই নেতা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলের সমঝোতায় পৃথকভাবে দলীয় কোনো প্রার্থী থাকবে না। ৩০০ আসনেই জোটের প্রার্থী থাকবেন, সবাই সবাইকে সহযোগিতা করবেন।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সমঝোতায় থাকা দলগুলোর শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বেলা সাড়ে ৩টার দিকে শেষ হওয়া এ বৈঠকে উপস্থিত ছিলেন না ইসলামী আন্দোলনের কোনো নেতা।

বৈঠক শেষে শীর্ষ নেতারা রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে সংবাদ সম্মেলন আহ্বান করেছেন।

Ad 300x250

সম্পর্কিত