leadT1ad

নব্বইয়ের টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়ন হয়নি, ড. ইউনূসের সমালোচনা সুলতানা কামালের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ২২: ৪১
সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য সুলতানা কামাল। ফাইল ছবি

১৯৯০ সালের টাস্কফোর্সের অন্যতম সদস্য ছিলেন বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অথচ তিনি সেই টাস্কফোর্সের কোনো সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ নেননি বলে সমালোচনা করেছেন অ্যাডভোকেট সুলতানা কামাল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ট্রাস্টি বোর্ডের এই সদস্য এ মন্তব্য করেন।

সুলতানা কামাল প্রশ্ন তুলে বলেন, ‘১৯৯০ সালে যে টাস্কফোর্স গঠিত হয়েছিল, তার অন্যতম নেতা ছিলেন আজকের প্রফেসর ইউনূস। তিনি সেই টাস্কফোর্সের কোন কাজটি এখন করেছেন?’

রাজনৈতিক দলগুলোর প্রতি হতাশা প্রকাশ করে সুলতানা কামাল বলেন, ইশতেহার বা প্রতিশ্রুতিগুলো দলগুলো শুনবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তারা জনগণের প্রতিনিধি হয়ে দেশ চালালেও সেই বোধ ক্রমশ হারিয়ে যাচ্ছে। জনগণকেও সেই বোধ ভুলিয়ে দেওয়ার একটা অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে।

সুলতানা কামাল বলেন, ‘আজকের সবচেয়ে বড় সমস্যা আমাদের বিচ্ছিন্নতা। আমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। সরকার জানে না নাগরিক কারা, আর নাগরিকরা জানে না সরকার কে।’

সুলতানা কামাল আরও বলেন, কাদের সঙ্গে কী পরামর্শ করতে হবে, সেই বোঝাপড়া নেই। এভাবে একটি জাতি চলতে পারে না।

উল্লেখ্য, ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর অর্থনীতি ও প্রশাসন সংস্কারে অন্তর্বর্তী সরকারের অধীনে বিভিন্ন টাস্কফোর্স গঠিত হয়েছিল। অর্থনীতিবিদ রেহমান সোবহানের উদ্যোগে গঠিত ২৯টি টাস্কফোর্সে ২৫৫ জন বিশেষজ্ঞ ও প্রশাসনিক ব্যক্তিত্ব যুক্ত ছিলেন। বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও ছিলেন এর অন্যতম সদস্য। মূলত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর প্রশাসনিক স্বচ্ছতা ও অর্থনৈতিক পুনর্গঠনই ছিল এসব টাস্কফোর্সের লক্ষ্য।

Ad 300x250

সম্পর্কিত