স্ট্রিম সংবাদদাতা

বাঁচানো গেল না ১৭ বছর বয়সী সালমা আক্তার স্মৃতিকে। শরীরে ৯০ শতাংশ দগ্ধ নিয়ে তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
বুধবার রাতে সেখানেই স্মৃতি মারা যান বলে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানিয়েছেন।
স্মৃতি লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে। তাঁর ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকার বসতঘরে দুর্বৃত্তরা গত ১৯ ডিসেম্বর রাতে পেট্রোল ঢেলে আগুন দিলে আট বছর বয়সী ছোট মেয়ে আয়েশা আক্তার বিনতির মৃত্যু হয়।
পুড়ে ছাই হয়ে যায় আসবাবপত্রসহ ঘরটি। এতে বেলালসহ তাঁর বড় মেয়ে স্মৃতি, মেঝো মেয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া সায়মা আক্তার বিথিও (১৪) দগ্ধ হয়। এর মধ্যে ৯০ শতাংশ দগ্ধ স্মৃতি ও দুই শতাংশ দগ্ধ বিথিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিথিকে চিকিৎসা শেষে পরদিনই ছাড়পত্র দেওয়া হয়। তবে স্মৃতি আইসিইউতে মৃত্যুর লড়ছিলেন। অবশেষে বুধবার রাতে মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি।

গত ২৩ ডিসেম্বর রাতে এ ঘটনায় বিএনপি নেতা বেলাল অজ্ঞাতদের আসামি করে সদর মডেল থানায় মামলা করেন। ঘটনার পর থেকে পুলিশ ঘটনাটি তদন্তে কাজ করছেন।
এদিকে, ঘটনার পর জেলা পুলিশের পক্ষ থেকে দরজায় তালা ও পেট্রোল ঢেলে আগুন দেওয়ার সত্যতা পাওয়া যায়নি বলে জানানো হয়। যদিও এরপর পুলিশ তদন্তে গিয়ে আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তুপে তল্লাশি চালিয়ে তিনটি তালা উদ্ধার করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক।
দুটি তালা লক ও একটি খোলা অবস্থায় পাওয়া গেছে। তবে পেট্রোল ঢেলে আগুন লাগানোর আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনার দিন আগুনে পুড়ে আয়েশার মৃত্যু হয়। এখন চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ স্মৃতিও মারা গেছে।

বাঁচানো গেল না ১৭ বছর বয়সী সালমা আক্তার স্মৃতিকে। শরীরে ৯০ শতাংশ দগ্ধ নিয়ে তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
বুধবার রাতে সেখানেই স্মৃতি মারা যান বলে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানিয়েছেন।
স্মৃতি লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে। তাঁর ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকার বসতঘরে দুর্বৃত্তরা গত ১৯ ডিসেম্বর রাতে পেট্রোল ঢেলে আগুন দিলে আট বছর বয়সী ছোট মেয়ে আয়েশা আক্তার বিনতির মৃত্যু হয়।
পুড়ে ছাই হয়ে যায় আসবাবপত্রসহ ঘরটি। এতে বেলালসহ তাঁর বড় মেয়ে স্মৃতি, মেঝো মেয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া সায়মা আক্তার বিথিও (১৪) দগ্ধ হয়। এর মধ্যে ৯০ শতাংশ দগ্ধ স্মৃতি ও দুই শতাংশ দগ্ধ বিথিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিথিকে চিকিৎসা শেষে পরদিনই ছাড়পত্র দেওয়া হয়। তবে স্মৃতি আইসিইউতে মৃত্যুর লড়ছিলেন। অবশেষে বুধবার রাতে মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি।

গত ২৩ ডিসেম্বর রাতে এ ঘটনায় বিএনপি নেতা বেলাল অজ্ঞাতদের আসামি করে সদর মডেল থানায় মামলা করেন। ঘটনার পর থেকে পুলিশ ঘটনাটি তদন্তে কাজ করছেন।
এদিকে, ঘটনার পর জেলা পুলিশের পক্ষ থেকে দরজায় তালা ও পেট্রোল ঢেলে আগুন দেওয়ার সত্যতা পাওয়া যায়নি বলে জানানো হয়। যদিও এরপর পুলিশ তদন্তে গিয়ে আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তুপে তল্লাশি চালিয়ে তিনটি তালা উদ্ধার করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক।
দুটি তালা লক ও একটি খোলা অবস্থায় পাওয়া গেছে। তবে পেট্রোল ঢেলে আগুন লাগানোর আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনার দিন আগুনে পুড়ে আয়েশার মৃত্যু হয়। এখন চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ স্মৃতিও মারা গেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করে।
২৫ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত তাহরিমা জান্নাত সুরভী (২১) নামে একজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এক আবেগঘন পরিবেশে তাঁকে বরণ করে নেওয়া হয়।
২ ঘণ্টা আগে
১৭ বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে গুলশানে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই নেতাকর্মীরা সেখানে জড়ো হচ্ছেন।
৪ ঘণ্টা আগে