leadT1ad

সরকারকে 'শেষ সুযোগ' দিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম নাহিদ ইসলামের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ২১: ৩৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আশরাফুল আলম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। জড়িতদের গ্রেপ্তার করা না হলে সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ হাদিকে দেখতে গিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

জননিরাপত্তা নিশ্চিতে সরকারের ভূমিকাকে ‘দুর্বল’ আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সরকারকে আমরা শেষ সুযোগ দিচ্ছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং আওয়ামী লীগকে নির্মূলের দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া হলে সরকারের বিরুদ্ধে আমরা কঠোর হব।’ এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নির্বাচন কমিশনকেও জবাবদিহিতার আওতায় আনার কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের জন্য নিরাপত্তা হুমকি। শরীফ ওসমান হাদির ওপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ৫ আগস্টের পর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে ধারাবাহিক অপচেষ্টা চলছে, এটি তারই অংশ।’

প্রশাসনের ভেতরে এখনো ষড়যন্ত্র চলছে বলে আশঙ্কা প্রকাশ করেন নাহিদ ইসলাম বলেন, প্রশাসন, আদালত ও বিশ্ববিদ্যালয়গুলোতে আওয়ামী লীগের দোসররা গোপনে ষড়যন্ত্র করছে। কোর্টে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। তবে ছাত্র-জনতা এসব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত।

জুলাই বিপ্লবের চেতনায় বিশ্বাসী সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘দল-মত ভিন্ন হতে পারে, কিন্তু বাংলাদেশের স্বার্থে আমরা সবাই এক। যেখানেই ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র দেখা যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।’ আজ রাত থেকেই ছাত্র-জনতা মাঠে থাকবে এবং এই রাত ‘প্রতিরোধ ও দোয়ার রাত’ হিসেবে পালিত হবে বলে ঘোষণা দেন তিনি।

Ad 300x250

সম্পর্কিত