leadT1ad

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, প্রতি আসনে লড়ছেন ১১৯

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১২: ৫৪
আজ ছয়টি শিফটে অনুষ্ঠিত হয়েছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। স্ট্রিম ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তিযুদ্ধে নেমেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ছয়টি শিফটে অনুষ্ঠিত হয়েছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এর মধ্যে ১ম শিফটে সকাল ৯টা থেকে ১০টা, ২য় শিফটে ১০টা ২৫ মিনিট থেকে ১১টা ২৫ মিনিট, ৩য় শিফটে ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই তিন শিফটে পরীক্ষা দিচ্ছেন ভর্তিচ্ছু নারী শিক্ষার্থীরা। এছাড়া ৪র্থ শিফটে বেলা ১টা ৫০ মিনিট থেকে ২টা ৫০ মিনিট, ৫ম শিফটে ৩টা ১৫ মিনিট থেকে ৪টা ১৫ মিনিট ও সর্বশেষ ৬ষ্ঠ শিফটে ৪টা ৪০ মিনিট থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত পরীক্ষার অংশগ্রহণ করবেন ভর্তিচ্ছু পুরুষ শিক্ষার্থীরা।

জাবিতে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদনের সময় শেষ হয় ৭ ডিসেম্বর (রোববার)। আবেদন প্রক্রিয়া শেষে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির তথ্যমতে, ‘সি’ ইউনিটে ৪৬৬টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৪৭ হাজার ৪৯৭টি। এই ইউনিটে আসন প্রতি লড়ছেন ১০১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

এছাড়া মোট ছয়টি ইউনিট ও একটি ইনস্টিটিউটে (আইবিএ-জেইউ) ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে ২ লাখ ১৯ হাজার ৩৯৯টি আবেদন জমা পড়েছে। আসনপ্রতি লড়বেন ১১৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ইউনিটভিত্তিক আবেদনে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ)। এই ইউনিটে ৩১০টি আসনের বিপরীতে ৭০ হাজার ২২০টি আবেদন জমা পড়েছে। আসন প্রতি লড়বেন ২২৬ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রস্তুত নিরাপত্তা কমিটি। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিস সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষায় সার্বিক নিরাপত্তার জন্য প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে সভাপতি করে ৪৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ২৫০ জন পুলিশ, ৬০ জন আনসার, ট্রাফিক পুলিশ এবং গোয়েন্দা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। যেকোনো জরুরি চিকিৎসা ব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স এবং মেডিকেল টিম মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, ‘সি’ ইউনিটের পর ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) ও ‘ই’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা। এছাড়া ২৩ ডিসেম্বর ‘সি১’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) এবং ২৩ ও ২৪ ডিসেম্বর দুদিন ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ-জেইউ) এর পরীক্ষা। ২৮ ও ২৯ ডিসেম্বর দুদিন হবে ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, আইআইটি) পরীক্ষা। এছাড়া ‘সি১’ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ব্যবহারিক পরীক্ষা ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই ইউনিটে চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

Ad 300x250

সম্পর্কিত